নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

কান ধরে দাড়িয়ে আছে চার বিশিষ্ট বোলগার

২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৯





এই চার বিশিষ্ট বোলগারের কান ধরিয়ে দাড় করিয়ে রাখার প্রতিবাদে ১০ টি বাংলা ব্লগে একসাথে "পাজল মি নট" নামে প্রতিবাদ শুরু করা হয়েছে আজ থেকে।

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: মনু ব্লগারদের এ ই দশা কেনে?

২| ২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৩

স্বাধীকার বলেছেন:
বড় ভাই, এ গুলোতো মনে হয় ইভটিজার!!

আন্দালিব ব্লগারদের কান ধরে উঠবস করতে বলেছে বলে অনেকেই কানতেছে। তিনি যদি সকল ব্লগারকে উদ্দেশ্য করে একথা বলে থাকেন তাহলে অত্যন্ত আপত্তিকর মন্তব্যই বটে-তার উচিত বিষয়টি ব্যাখ্যা করা।

কিন্তু তিনি যদি কতিপয় ব্লগারের জন্য এটি বলে থাকেন, তাহলে ভিন্ন কথা। এ কারণে ভিন্নকথা যে, সামুতেই এমন কতগুলো নিক ব্লগার হিসাবে এমন সব পোস্ট দিচ্ছে-যে গুলোকে কেবল কান ধরে উঠবস করালেই হবেনা, সময়ে জুতাপেটা করা দরকার হবে। এরা সন্মানিত নেতৃত্বকে সন্মান দিয়ে কথা বলেনা, এই দলকানারা চরম অসভ্যতার পরাকাষ্ঠা। অন্যকে, জাতীয় ব্যক্তিত্বকে সন্মান না দিয়ে অন্যের কাছ থেকে সন্মান আশা করাটাই অপরাধ।
খালেদা জিয়া, ড। ইউনুস, আসিফ নজরুল, ফরহাদ মজহার, মাহমুদুর রহমান, ব্যরিষ্টার রফিক, আকবর আলী খান, এবিএম মুসা-এসব ব্যক্তিত্বদের নিয়ে চরম নোংরা প্রতিহিংসাপরায়ন মন্তব্যকারী, পোস্টকারী শুয়োরদের কান ধরে উঠবস করা নয় কেবল, জুতাপেটা করা দরকার হবে। জাতীয় ব্যক্তিত্বদের সন্মান না দিয়ে সন্মান আশা করা যায়না। বেয়াদপদের সামাজিক বিচারে কান ধরে উঠাবসা করানো বাংলার ঐতিহ্যই বটে। আন্দালিবের কথায় যাদের জ্বলছে, তাদের মুখের ভাষা ও আচরনে কেবল কানধরা পর্যন্ত হলেই হবেনা, জুতাটাও দরকার হবে।

ধর্ম পালন না করা ব্যক্তির ইচ্ছার উপর বর্তায়, কিন্তু ধর্মকে আক্রমন করা, ধর্মগুরু বা প্রবর্তক কিংবা দেব দেবীকে নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য ও লেখালেখির কারণে অন্যকে আঘাত দেওয়া আমাদের সমাজ এ্যালাউ করেনা-এটা যদি এখনো কেউ না বুঝে তাহলে তাকে সুইডেন যাওয়ার দাবী করছি।

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১২

বিডি আইডল বলেছেন: এই জন্যই প্রতিবাদের নাম "পাজল মি নট"

পেইড আর বুদ্ধি প্রতিবন্ধী বোলগারদের খপ্পরে পড়ে সাধারণ ব্লগাররা আর "পাজলড" হইতে চায় না

৩| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০২

বাংলার হাসান বলেছেন: আপনারা পারেনও চুলকাইতে।

আন্দালিব, তাপস, মাহী, জয়, তারেক এগুলা সব একই গোয়ালের গরু। আর আমরা হইলার এর চাইতে বড় গরু, তাই যদি না হতো তাহলে এই সব টাউট বাটপাররা আমাদের ভোট পায় কি করে?

৪| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৯

হান্‌নান বলেছেন: rubbish!

৫| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০২

ভিটামিন সি বলেছেন: দেখতে তো ভালোই হয়েছে। বাম থেকে দুই নম্বর বেটায় আমার লুঙ্গি চুরি কইরা আবার পইরা আছে। আমি এইটা ৫৭০ টাকা দিয়ে গত কোরবানী ঈদে কিনেছিলাম।

৬| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৫

পুংটা বলেছেন: =p~

৭| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০

বাউন্ডুলে রুবেল বলেছেন: চরম ছবি।

৮| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২১

লেজ কাটা শেয়াল বলেছেন: Cmnt2-(y)+

৯| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৭

ধীবর বলেছেন: স্বাধীকার ভাই যা বলার বলে দিয়েছেন। নতুন কিছুই আর বলার নাই।

১০| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৩

হেডস্যার বলেছেন: :D

১১| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৭

মদন বলেছেন: একমত @ স্বাধীকার

১২| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৯

অচিন.... বলেছেন: hahaha =p~

১৩| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮

িনষ্ঠুর বলেছেন: আমি প্রোগ্রাম টা নিজে দেখেছি উনি সব ব্লগারকে মীন করেন নাই এটা যারা প্রতিবাদ জানাচ্ছে তারাও জানে। ধর্ম বিদ্বেষীদের কথা বলেছেন উনি তারপরও কেন এরকম মিথ্যাচার???

১৪| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০

সাইবার অভিযত্রী বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: মনু ব্লগারদের এ ই দশা কেনে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.