নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

পদ্মা-সেতুর ঘুষের ২% বরাদ্দ করা হয়েছিলো প্রধামন্ত্রী তনয়া পুতুলের স্বামীর জন্য

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩





পদ্মা সেতুর কনসালটেন্ট হিসাবে বিশ্বব্যাংকের বরাদ্দ ছিলো ৪৭ লাখ ডলার অর্থাৎ ৩৭৬ কোটি টাকা। এসএনসি-লাভালিন এই কাজ পাবার জন্য সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের তত্বাবধানে এর ১২ শতাংশ হিসাবে ঘুষ দিতে রাজী হয়েছিলো। বাংলা টাকায় যার পরিমাণ দাড়ায় ৪৫ কোটি ১২ লাখ টাকা। এই ঘুষের টাকার ভাগ-বাটোয়ারার যে সমঝোতা হয়েছিলো তা নিম্নরুপঃ



সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন--৪%

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী--২%

মুজিবুর রহমান নিক্সন চৌধুরী (নিক্সন চৌধুরী হুইপ নূরে আলম চৌধুরীর ছোট ভাই। নূরে আলম চৌধুরী লিটন চৌধুরী নামে পরিচিত এবং এ লোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে। )--২%

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান--১%

সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া--১%

খন্দকার এম হোসেন (পুতুলের স্বামী)--২%



পদ্মা সেতুর দূর্নীতির খবর প্রকাশিত হবার পর-পরই নানা মিডিয়াতে এই নিয়ে গুন্জন ছিলো। সেই গুন্জনই এখন সত্যি প্রমাণিত হলো।

মন্তব্য ৩০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯

অচিন.... বলেছেন: জামাই মাত্র ২%

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২

বিডি আইডল বলেছেন: জামাই ষষ্ঠী তো...দাদাদের মত একটু কৃপণতা করলেন আরকি!

২| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২

লেখাজোকা শামীম বলেছেন: ভালো জামাইয়ের অনেক কামাই

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩

বিডি আইডল বলেছেন: পুলিশ রমেশকে গ্রেফতার করার পর পুতুল এবং তার স্বামী দীর্ঘদিন নিউইয়র্কে পাড়ি জমিয়েছিলেন...এর পর দেশে এসে বসে ছিলেন দীর্ঘদিন...একেবারে শ্বাশুড়ী-শ্যালকের জামাই আদর

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: জামাই হালারপুত তো দেখি পুরাই ফকিরে পোলা। হালায় ২% এ খুশি হয় কেমনে। এরে তো হাইকোর্টের মাজারের সামনে থালা-বাটি হাতে বসিয়ে দেওয়া দরকার।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

বিডি আইডল বলেছেন: উনি গোপালের লোক ;)

৪| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: অচিন.... বলেছেন: জামাই মাত্র ২%


টাকার অংক বড় হলে % এ কিছুই যায় আসেনা, পরিমান অমনিই বেড়ে যায়

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

বিডি আইডল বলেছেন: বাংলা টাকায় হিসাব করেন!

৫| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪

নিজাম বলেছেন: সম্ভবতঃ জামাইকে বাঁচানোর জন্য আবুলদের এত সমর্থন! আর দেশের স্বার্থ জলাঞ্জলি দেয়া!!!

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

বিডি আইডল বলেছেন: শুধু জামাইইতো না...সাথে আরো গুষ্ঠির লোক আছে না!

৬| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯

একাকী বাংলাদেশি বলেছেন: জামাই ২% ঠিকই আছে। কারন এই টাকা জামাই পুরাই গাপ কইরা দিবো। পরে পার্টি'র কাজে এই টাকা কোনোভাবেই ফিরে আসবো না। যৌতুক আর কি।

আর বাকিদের টাকা বুবু পরে ঠিকই নানা কাজে বের করে আনবে। আমার কিন্তু খুব খারাপ লাগতেছে এই অল্প কয়টা টাকার জন্য জামাই বাবাজীর কত হেনস্তা হইতে হইল।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

বিডি আইডল বলেছেন: :)

৭| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

চোখ গেলো বলেছেন: জামাই দেশে আইবো কবে? খোমাডা কাছেত্তে দেখতে পাইলে সুবিধা হইতো।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

বিডি আইডল বলেছেন: মাঝে মাঝেই আসে...মিডিয়া ব্ল্যাক আউটে থাকেন উনি

৮| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮

এস বাসার বলেছেন: জামাই এর পারসেন্টেজ এত কম কেন? X(( X(( X(( X(( X((

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

বিডি আইডল বলেছেন: উর্পে দেখেন লোকজন হিসাব দিছে

৯| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০

সৈয়দ ফয়সল রেজা বলেছেন: মাত্র ২%??? এইটা দেখি পুরাই ফকির।আবাল থুক্কু আবুলওতো ওর থেকে বেশি পাইসে।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

বিডি আইডল বলেছেন: উনি গোপালের লোক ;)

১০| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬

রবিউল ৮১ বলেছেন: জামাই এর পারসেন্টেজ এত কম কেন? X(( X(( X(( X(( X((

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

বিডি আইডল বলেছেন: উনি গোপালের লোক ;)

১১| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৯

সাফায়াত কাদির বলেছেন: ছবিটা তো কাইট্টা মাইট্টা বহানো

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

বিডি আইডল বলেছেন: জ্বী...উনার আর কোন ছবি নাই কোথাও

১২| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১

ক্ষুধিত পাষাণ বলেছেন: B-)) B-)) B-))

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬

বিডি আইডল বলেছেন: ;)

১৩| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৮

জাতির চাচা বলেছেন: শাহবাগী ইমরানরে কিছু দিবোনা??

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬

বিডি আইডল বলেছেন: দিবো...পাছায় লাথি

১৪| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

মতিউর রহমান১০০ বলেছেন: জামাই হালারপুত তো দেখি পুরাই ফকিরে পোলা। হালায় ২% এ খুশি হয় কেমনে। এরে তো হাইকোর্টের মাজারের সামনে থালা-বাটি হাতে বসিয়ে দেওয়া দরকার।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬

বিডি আইডল বলেছেন: উনি গোপালের লোক ;)

১৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

জাহাঙ্গীর জান বলেছেন: জাতির জামাই মাত্র ২% এইটা অন্যায় আমি বলি জামাই বাবুর ৮% আগামিতে যেনো নিদ্বারিত থাকে । মনে থাকে যেন

১৬| ০৩ রা মে, ২০১৩ রাত ২:২৫

সাহাদাত উদরাজী বলেছেন: কেমনে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.