নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

সাভার কথন

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৮





ক. উপরের এই লোকটা কোন মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী নয়। নিরীহ সাধারণ জনগণ। বাবু নামের এই বীর একাই বাচিঁয়েছেন ৩০ জনেরও বেশি লোকের প্রাণ।



‘আমরা ঝুঁকি নিয়ে ভবনের একেবারে ভেতরে চলে গেছি। দেয়ালের ফাঁক দিয়ে একটা একটা করে ইট সরিয়ে ভেতরে ঢুকতে হয়েছে। মোবাইলের আলো জ্বালাতেই অনেক আহত মানুষের মুখ দেখতে পেলাম। কেউ কেউ হাত বাড়িয়ে বাঁচার আকুতি জানালো। ইটের স্তুপ সরিয়ে ৮ তলা থেকে একেবারে ৬তলা পর্যন্ত নেমে আসি। সঙ্গে আরও দুজন ছিল। সেখানে ৫০ থেকে ৬০ জনের লাশ দেখতে পেলাম। লাশের স্তুপের মধ্য থেকেই একজন হাত ধরে বললো, আমাকে বাঁচান। টেনে তাকে বাইরে বের করে নিয়ে আসি। খুব অবাক লাগে! বাইরে এতো মানুষ, উদ্ধার করে আসা এতো বাহিনী। অথচ একটু ভেতরেই কেউ ঢুকতে সাহস পায় না। আমরা কয়েকজনই ভেতর থেকে আহত কয়েকজনকে বের করে আনি। আমি একাই ৩০ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীদের হাতে দেই। তারপর তারা আহতদের বের করে নিয়ে আসে।’



উদ্ধার করতে গিয়ে জমাটবাধা রক্তের গন্ধে একসময় বমি করে দেন বাবু। মাথা ঝিম ধরে ওঠে তার। চোখ আবছা হয়ে আসে। তারপরও বাবু উদ্ধার থামাননি। মনোবল নিয়ে আবারও নেমে পড়েন উদ্ধার কাজে।



একসময় কেঁদে উঠেন বাবু। কান্নাজড়িত কণ্ঠেই বলেন, ‘ফায়ার সার্ভিস আর সেনাবাহিনীর লোকজন ভেতরে ঢুকছে না। তারা যদি সাহস করে ভেতরে ঢুকতো, তাহলে অনেক মানুষই বাঁচতে পারতো।’







খ. উপরের ঘুমিয়ে থাকা দুই মন্ত্রীর একজন হলেন মখা আলমগীর। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে যিনি বলেছেনঃ



"কিছু হরতাল সমর্থক ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, ভবনটি ধসে পড়ার পেছনে সেটাও একটি সম্ভাব্য কারণ হতে পারে।"



শাট ইউর ফাকিং মাউথ।







গ. ভবনের মালিক সোহেল রানা একদিন আগে সাংবাদিকদের বলেছিলেন সামান্য প্লাস্টার খুলে পড়েছে, তেমন কিছু নয়। ভবন ভেঙ্গে পড়ার সময় এই প্রাণী একতলার পাকিং লটের অফিসে অক্ষত ছিলেন। জনরোষের ভয়ে এলাকার এমপি মুরাদ জং তাকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যায়। পুলিশ বলছে এখন তাকে খুজে পাচ্ছে না।



শাট ইউর ফাকিং মাউথ।







ঘ. ইনি আমাদের দন্ডমুন্ডের কর্তা। আরেক দন্ড-মুন্ডের কর্তা প্রেসিডেন্টকে আজ শপথ পড়ালেন, যখন ভেঙ্গে পড়া ভবনের নীচে হাজারো লাশের আহাজারি। তিনি বলেছেনঃ



"সাভারে ঐ মার্কেট থেকে আগেই সব লোকজন সরিয়ে নেয়া হয়েছিলো। যারা আটকা পড়েছে তারা মূল্যবান মালা-মাল সরিয়ে নিতে গিয়েছিলো।"



শাট ইউর াকিং মাউথ।



সরি টু সে।

মন্তব্য ৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৮

উল্যাহ ১১ বলেছেন: শাট দেয়ারস ফাকিং মাউথ। হ্যাপি টু সে......

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪২

বিডি আইডল বলেছেন: হ...

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: কিচ্ছু বলার নাই

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৩

বিডি আইডল বলেছেন: এইসব কথা বার্তা শুনলে ইয়ে করতে ইচ্ছে করে এইগুলার মুখে

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪১

নীল জানালা বলেছেন: ঐ জন্তুগুলার ফাকিং মাউথ শাট করতে কৈয়েন্না। আগে কিসু গুমুত ঐগুলার ফাকিং মাউথে ঢুকায়া দেওন দরকার।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৮

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: উল্যাহ ১১ বলেছেন: শাট দেয়ারস ফাকিং মাউথ। হ্যাপি টু সে......

৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৮

এরিস বলেছেন: হ্যাপি টু সে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.