নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালী যেদিন পিসার টাওয়ার হেলিয়ে দিলো

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮





মখা (মনির খান) ঝুটা কাপড়ের ব্যবসায়ী। কাচাঁ টাকার কাজ কারবার। গেল বছর গরমের সময় ভাবলেন পয়সাওয়ালাদের মত বিদেশ ট্যুরে যাবেন। এদিক-সেদিক খোজ নিয়ে ঠিক করলেন ইটালী যাবেন। প‌্যাকেজ অপারেটর তাকে টুসকান শহরের টিকেট ঠিক করে দিলো। টুসকান থেকে গাইড অপারেটররা এদিক সেদিন ঘোরাতে ঘোরাতে নিয়ে গেল পিসা শহরে।



মখা সাহেব ইটালীর গরমে সুন্দরী স্বল্পবসনা ললনীদের দেখতে দেখতে লুল ফালাতে লাগলেন আর বিয়ার খেয়ে খেয়ে পেট ফোলাতে লাগলেন। ফলশ্রুতিতে তার প্রবল পেসাবের বেগ পেল। এদিক সেদিক ঘোরাঘুরি করে কোন জায়গা না পেয়ে এক খোলা মাঠে বসে পড়লেন। মাঠের পাশেই ছিলো বিশাল আকৃতির এক টাওয়ার। প্রাকৃতিক কর্ম শেষ হবার আগেই টহল পুলিশ এসে ধরলো তাকে।



Che cazzo stai facendo uomo?

(এই ব্যাটা তুই কি করোস?)



স্বভাবতই মখা সাহেব কিছু বুঝলেন না ইটালীয়ান ভাষা। গাইড এসে উদ্ধার করলো। ১০,০০০ লিরা জরিমানা করে ছেড়ে দিলো তাকে। প্রবল শোকে মখা সাহেবের মেজাজ বিগড়ে গেল। রাগ ঝাড়লেন পাশে থাকা সেই টাওয়ারের উপর।



তার এক লাথিতেই সেই টাওয়ার কাত হয়ে গেল। মখা সাহেব মনের আনন্দে দেশে ফিরে আসলে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

নুসরাতসুলতানা বলেছেন: no comment

২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৩

বিডি আইডল বলেছেন: !

২| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

মুনতা বলেছেন: B-)) :P

০২ রা মে, ২০১৩ রাত ১১:৫২

বিডি আইডল বলেছেন: ;)

৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০

মনিরা সুলতানা বলেছেন: B-)) =p~ =p~ =p~

০২ রা মে, ২০১৩ রাত ১১:৫২

বিডি আইডল বলেছেন: ;)

৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮

সেলিম আনোয়ার বলেছেন: বাঙালীর গায়ে বাঘের শক্তি। আর একটু জোরে ঢাক্কা দিরৈ সংসদ ভবন ধ্বসে পরত।

০২ রা মে, ২০১৩ রাত ১১:৫৩

বিডি আইডল বলেছেন: রাইট ইউ আর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.