![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
ফেসবুকে চিপা-চুপা দিয়ে ডাঃ আইজুর নাম দিয়ে এই শরীফ আজাদের ছবি প্রকাশ করা হচ্ছে। এই শরীফ একজন একাউন্টটেন্ট। Winona State বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টটিং এ ব্যাচেলর করেন ১৯৯৬ সালে। University of Wisconsin থেকে এমবি করেন ২০০৬ সালে। থাকেন 4243 W 145Th St
Savage, Minnesota 55378 তে।
এইরকম নিরীহ, শিক্ষিত একজন লোককে আইজু হিসাবে চালিয়ে দেবার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
০২ রা মে, ২০১৩ রাত ১১:৩৮
বিডি আইডল বলেছেন: কুনজন? মেসকাথ উদ্দিন না শরীফ আজাদ??
২| ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:১৪
মিত্রাক্ষর বলেছেন: এই আইজু এক নাম্বারের ভন্ড। :@ :@
৩| ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:২০
গ্যাম্বলার বলেছেন: আপনি তো কোন বিশ্বাসযোগ্য সুত্র দেন নাই, আর ইউ জোকিং ??
০২ রা মে, ২০১৩ রাত ১১:৩৯
বিডি আইডল বলেছেন: আপ্নেরে আমি তার বাসার নাম্বার দেই? কথা বইলা দেখেন?
৪| ০২ রা মে, ২০১৩ বিকাল ৪:৩০
খাটাস বলেছেন: আইজু কে?
৫| ০২ রা মে, ২০১৩ রাত ৮:০৯
আরজু পনি বলেছেন:
আইজূতো ডাক্তার, তার কোন কোন কমেন্টে সেটা মনেও হতো।
আজব লাগলো এই প্রমাণে!
০২ রা মে, ২০১৩ রাত ১১:৩৯
বিডি আইডল বলেছেন: নীচে যে লিংক দিয়েছেন সেইখানেই ডিটেইলস আছে
৬| ০২ রা মে, ২০১৩ রাত ৮:৩৪
আরজু পনি বলেছেন:
ভয়ংকর একটা পোস্ট পড়লাম আইজূ সম্পর্কে!!!!
http://projonmoblog.com/darkjustice/12074.html
৭| ০২ রা মে, ২০১৩ রাত ৮:৪২
শিপু ভাই বলেছেন: আইজু কে?
৮| ০২ রা মে, ২০১৩ রাত ৯:০১
সৈয়দ ফয়সল রেজা বলেছেন: কিন্তু আইজুতো নিজেই সব স্বীকার করে নিয়েছে।
০২ রা মে, ২০১৩ রাত ১১:৩৮
বিডি আইডল বলেছেন: কুনজন? মেসকাথ উদ্দিন না শরীফ আজাদ??
৯| ০৩ রা মে, ২০১৩ রাত ১:০৭
মাজহারুল হুসাইন বলেছেন: এটা কি আসলে সরকারের প্রয়োজনে একটি নিকের বলীদান ? সাথে কিছু নিরীহ মানুষকে জড়িয়ে সম্মানহানী ।
১০| ০৩ রা মে, ২০১৩ রাত ২:২২
সাহাদাত উদরাজী বলেছেন: কি যে দুনিয়া!
১১| ০৩ রা মে, ২০১৩ রাত ২:২৭
সোহাগ সকাল বলেছেন: আইজু হালায় বিদায় নিয়াও ভেজালে ফালায় রাইখা গেল!
১২| ০৩ রা মে, ২০১৩ দুপুর ২:৩০
শিরিষ গাছ বলেছেন: মাজহারুল হুসাইন বলেছেন: এটা কি আসলে সরকারের প্রয়োজনে একটি নিকের বলীদান ? সাথে কিছু নিরীহ মানুষকে জড়িয়ে সম্মানহানী ।
সহমত।
১৩| ০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১০
ঝটিকা বলেছেন: উপরের লিংকে যেয়ে ডিটেইল দেখলাম, পুরা টাশকিত।
এমন উচ্চশিক্ষিত মানুষ কিভাবে কুরুচিপূর্ণ কথা লিখতে পারে
।আরো জঘন্য কাজও এদের দ্বারা করা সম্ভব।
১৪| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:২৬
মুনতা বলেছেন: আসলেই তো,আইজু কে??
১৫| ০৭ ই মে, ২০১৩ সকাল ৭:৫১
হাবিবউল্যাহ বলেছেন: আইজু হইল একটা চেতনা!!
এতদিনেও বুঝবার পারেননাই!
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩ দুপুর ২:৫৯
মেহদী১০ বলেছেন: কিন্তু আইজু নিজে স্বীকার করে তো পোস্ট দিছিলো যে সে এই মানুসটাই ।