![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
হাসিনার সরকার এই বইয়ের প্রচার, বিক্রয়, বিপনণে ইতিমধ্যেই নানা প্রতিবন্ধকতা তৈরি করেছে। বইটি অলিখিত নিষিদ্ধের আওাতায় পড়ে যেতে পারে অচিরেই।
ডাউনলোড করে নিন মিডিয়াফায়ার থেকে। ফাইল সাইজ ৫২ মেগা।
https://www.mediafire.com/?8271ica38983cb7
যাদের নেটের স্পিড ভালো, তারা ৩৬০ মেগার ফাইলটি ডাউনলোড করতে পারেন নীচের লিংক থেকে:
Click This Link
আর নেটের স্পিড খুবই কম, তাদের জন্য ৮ মেগার একটি লিংক কমেন্টে দেয়া হলো।
০৭ ই মে, ২০১৪ সকাল ৭:০৭
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই মে, ২০১৪ রাত ১:১৯
লিমন আজাদ বলেছেন: ধন্যবাদ ভাই। ডাউনলোড দিয়েছি।
০৭ ই মে, ২০১৪ সকাল ৭:০৭
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই মে, ২০১৪ রাত ২:০৭
মদন বলেছেন: ডাউনলোড দিলাম।
ধন্যবাদ
৪| ০৭ ই মে, ২০১৪ রাত ২:২৪
অচেনা শহর বলেছেন: ধন্যবাদ বিচি আইডল।
যদি পারেন জিয়াউর রহমানের নিজের লেখাটার একটা পিডিএফ ফাইল দিয়েন।
০৭ ই মে, ২০১৪ সকাল ৭:০৬
বিডি আইডল বলেছেন: এক ছাগলরে আর এক ছাগু জিগায় তোর নাম কি?
ছাগু বলে আমারে কেউ বলাতকার করে নাই।
তুই হইলি সেই ছাগু।
৫| ০৭ ই মে, ২০১৪ রাত ২:৪৭
উড়োজাহাজ বলেছেন: ভাইজান! কোয়ালিটি খুব খ্রাপ।
০৭ ই মে, ২০১৪ সকাল ৭:০৭
বিডি আইডল বলেছেন: ডাউনলোড করে দেখে বলছেন তো??!
অরিজিনাল ফাইলের সাইজ ৩২৫ মেগা, ডাউনলোড করার মত নেটের ক্ষমতা থাকলে আমাকে মেইল করেন।
০৭ ই মে, ২০১৪ সকাল ৭:১৪
বিডি আইডল বলেছেন: আপলোড করা ফাইলটির দুটো স্ক্রিণ শট দিলাম
৬| ০৭ ই মে, ২০১৪ রাত ৩:৪৬
হরিসূধন বলেছেন: ধন্যবাদ বিডি আইডল ভাই।
আমি আজ ও নিজে কে নিজে প্রশ্ন করি শেখ মুজিব কেন পাকিদের কাছে আত্ম সমর্পন করে ছিলো? সঠিক উত্তর পাই না! বা যুক্তি সংগত মনে হয় না।
আমাদের জাতীয় নেতারা কেন তাদের আত্মজীবনী লিখে না বুঝি না। অন্তত শেষ বেলায় জাতী কে সত্য জানার পথটা দেখিয়ে যাইতে পারে। কিন্তু মরার পরে ও তারা আওয়ামীলীগ বিএনপি হিসেবে বাঁচতে চায়!!
০৭ ই মে, ২০১৪ সকাল ৭:০৯
বিডি আইডল বলেছেন: এই বইতে মুজিবের অনেক গুলো অজানা বিষয় উঠে এসেছে।
৭| ০৭ ই মে, ২০১৪ ভোর ৫:১৭
সীমানা ছাড়িয়ে বলেছেন: ধন্যবাদ বিডি ভাই। দেখতে হবে বইতে কি আছে যা আওয়ামী লীগের গা জ্বলুনির কারন হয়ে দাড়িয়েছে।
০৭ ই মে, ২০১৪ সকাল ৭:০৮
বিডি আইডল বলেছেন: বইটিতে আমাদের মহান মুক্তিযুদ্ধের একমাত্র পীর মুজিব কাকু সম্পর্কে ইতিহাসের সত্য তুলে ধরা হয়েছে।
৮| ০৭ ই মে, ২০১৪ সকাল ৭:২০
প্রকৌশলী আতিক বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনারে মেইল করছি। প্লীজ সেন্ড টু মাই মেইল বক্স।
৯| ০৭ ই মে, ২০১৪ সকাল ৮:৫৮
রাখালছেল০০৭ বলেছেন: ধন্যবাদ
০৮ ই মে, ২০১৪ সকাল ৮:১০
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ
১০| ০৭ ই মে, ২০১৪ সকাল ৯:০১
উপপাদ্য বলেছেন: মিলিয়নস অফ থ্যাঙ্ক্স বিডি ভাই।
০৮ ই মে, ২০১৪ সকাল ৮:১০
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ
১১| ০৭ ই মে, ২০১৪ সকাল ৯:১৮
শাহ আজিজ বলেছেন: আসলেই ক্লিয়ার আসেনি ।সম্ভবত ফটোকপি ও স্ক্যান এর সময় এই ঘাটতি হয়েছে । যাহোক কষ্ট করে হলেও পড়ে নেব এজন্ন কেন তিনি সাড়ে সাত কোটি মানুষকে বিপদের মুখে রেখে ওদের হাত ধরে চলে গেলেন? ৭১ এ একি প্রশ্ন জানতে ইচ্ছে হত, বড়রা যা বলত তাই শুনতাম । দীর্ঘ ৪৪ টি বছর পড়ে কিছুটা হলেও জানতে পাব যদিও আমি ৯০এর মধ্যেই প্রবাসে জেনে গেছি এর কাহিনি কিন্তু এখানে কিছু ডিটেইল আলাপ আছে যা সামান্য কিছু লোক জানতেন । ধন্যবাদ বীর কন্যা !!
০৮ ই মে, ২০১৪ সকাল ৮:১১
বিডি আইডল বলেছেন: স্ক্যান করে ২৩৫ পাতার একটি বই দেশের ইন্টারনেট ব্যবহার করে নেটে আপলোড করা সহজ বিষয় নয়। এটা আপনার-আমার মত বাইরে থাকা লোকজনের বুঝতে কষ্ট হবে।
বইটি পড়ে কি মতামত জানাবেন। ধন্যবাদ
১২| ০৭ ই মে, ২০১৪ সকাল ৯:২৯
চনচল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
আপনাকে মেইল করছি। প্লীজ সেন্ড টু মাই মেইল বক্স।
১৩| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৩৬
উড়োজাহাজ বলেছেন: ভাই! ফ্রিতে দিসেন এইটুকুর কৃতজ্ঞতা প্রকাশ করেই শেষ করতে পারব না। তবে তুলনামূলকভাবে কোয়ালিটি একটু খারাপই বটে। অশেষ ধন্যবাদ।
১৪| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৫
বিডি আইডল বলেছেন: বইটির ৩৫৪ মেগার আন কম্প্রেসড ফাইল:
Click This Link Ahmad - Neta o Pita (360 mb) uploaded by bdidol.pdf
১৫| ০৭ ই মে, ২০১৪ দুপুর ২:০২
প্রকৌশলী আতিক বলেছেন: ধন্যবাদ ভাই।
ডাউনলোডেড অলরেডি
১৬| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৩৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধন্যবাদ।
০৮ ই মে, ২০১৪ সকাল ৮:১০
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ
১৭| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: Error (509)
This account's public links are generating too much traffic and have been temporarily disabled!
৩৫৪ মেগার আন কম্প্রেসড ফাইল:এ ক্লিক করতে উপ্রের মেসেজ দিল!!!!
আহারে পিছে পইড়া গেলাম!!!!
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
বিডি আইডল বলেছেন: Click This Link
১৮| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:০২
আল ইফরান বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: Error (509)
This account's public links are generating too much traffic and have been temporarily disabled!
৩৫৪ মেগার আন কম্প্রেসড ফাইল:এ ক্লিক করতে উপ্রের মেসেজ দিল!!!!
ভাই, আমার এইখানেও একই অবস্থা।
পারলে উদ্ধার করেন।
নামাইয়া পড়ার চেস্টা করলাম, কিন্তু ৫২ এমবির ফাইলের কোয়ালিটি খুব ভালো না।
আর তার উপর চোখের সমস্যা
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
বিডি আইডল বলেছেন: Click This Link
১৯| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:০৪
আরজু পনি বলেছেন:
অনেকদিন পর আপনার সাথে ব্লগে দেখা হল
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
বিডি আইডল বলেছেন: কেমন আছেন?
২০| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
বিডি আইডল বলেছেন: তাজউদ্দিনকে নিয়ে লেখা বইটির ৩৬০ মেগার ফাইলটি ড্রপব্ক্সে আপলোড করেছিলাম। কিন্তু অতিরিক্ত ট্রাফিক হিটের কারণে ড্রপবক্স লিংকটি সাসপেন্ড করেছে।
কেউ বিকল্প কোন হোস্টিং বাতলাতে পারেন? রিলায়েবেল??
২১| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
বিডি আইডল বলেছেন: ৮ মেগার লিংক
Click This Link
২২| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
অবশেষে ডাউনলোড হল। ধুমাইয়া পড়তেছি
থ্যংকু
১২ ই মে, ২০১৪ সকাল ৭:৩৮
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ
২৩| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৩
আল ইফরান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৪ রাত ১:১৯
রিফাত ২০১০ বলেছেন: অনেকেই ডাউনলোড লিঙ্ক চেয়েছে । দিতে পারিনাই। আপনাকে ধন্যবাদ বিডি দা।