![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
চট্রগ্রামের কিছু ছবি দিলাম। প্রায় সবারই জানার কথা (বিশেষ: করে চট্রগ্রামের লোক হলে)।
১২ ই মে, ২০১৪ সকাল ৯:২৭
বিডি আইডল বলেছেন: ভাড়া নিয়া ক্যাচাল
২| ১২ ই মে, ২০১৪ সকাল ৯:৩৩
সুফিয়া বলেছেন: চট্টগ্রামে অনেকবার গিয়েছি, থেকেছিও প্রায় দুই বছর আমার স্বামীর সরকারী চাকুরীর সুবাদে। সে হিসেবে অনেকগুলো জায়গা চেনা আমার স্মৃতি বিজড়িত।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। ছবিগুলোর মাধ্যমে আমার রুপসী বাংলার মুখ যেন একটুখানি দেখলাম।
১২ ই মে, ২০১৪ সকাল ১১:১২
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ...সর্বদাই প্রিয় শহর...জন্মেছি এই বঙ্গেই যে!
৩| ১২ ই মে, ২০১৪ সকাল ৯:৩৯
জুয়েল গোপালগঞ্জ বলেছেন: এই পোষ্ট দেখে শুধু বলতে হয় "এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি"
৪| ১২ ই মে, ২০১৪ সকাল ১১:৪৪
জেনারেশন সুপারস্টার বলেছেন: এছবিগুলো দিয়েছেনই তখন আপনার কাছ থেকে কলেজিয়েট স্কুলের ছবি আশা করেছিলাম।বয়সে ছোট বলে হাইস্কুলটা এভাবে বাদ পরে গেল
১৪ ই মে, ২০১৪ রাত ১২:৩২
বিডি আইডল বলেছেন: স্কুলের ছবি দিয়েছিলাম আগে মনে হয়। আমি আসলে একটু অপরিচিত এংগেলের ছবিগুলো দিতে চেয়েছিলাম।
৫| ১২ ই মে, ২০১৪ দুপুর ১২:০০
জুন বলেছেন: অনেকদিন চিটাগাং থাকায় এবং পড়েও বহুবার যাওয়ার জন্য বেশিরভাগই চেনা । ভালোলাগলো দেখে।
১৪ ই মে, ২০১৪ রাত ১২:৩২
বিডি আইডল বলেছেন: আপু কেমন আছেন? ধন্যবাদ
৬| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:১৯
আহসানের ব্লগ বলেছেন: চট্টগ্রামেই থাকি ।
৭| ১৩ ই মে, ২০১৪ রাত ১২:০২
একজন ঘূণপোকা বলেছেন:
চাটগা এত্তো সুন্দর
১৪ ই মে, ২০১৪ রাত ১২:৩২
বিডি আইডল বলেছেন: এর চেয়েও সুন্দর!
৮| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:২৫
আমি তুমি আমরা বলেছেন: ছবিগুলো ক্রমানুসারেঃ
১।ছবিটা সম্ভবত রাংগামাটির।
২।কর্নফুলী নতুন ব্রীজ।
৩।চিনি নাই।
৪।মনে হয় সীতাকুন্ডে, সীপব্রেকিং ইয়ার্ডের ওইদিকে।
৫।পুরান স্টেশন।
৬।সম্ভবত রেলওয়ের কোন বিল্ডিং, সিয়ারবি'তে মনে হয়।
৭।কাপ্তাই কিংবা ফয়েজ লেক।শিওর নই।
৮।চিনি নাই।
৯।পুরান স্টেশন।
১০।বহদ্দারহাটের রিভলভিং রেস্টুরেন্ট।ছবিটা কোত্থেকে তোলা বুঝতে পারছি না।
১১।বহদ্দারহাটের রিভলভিং রেস্টুরেন্ট।
১২।শিওর না। মনে হয় এয়ারপোর্ট যাওয়ার পথে।
১৩।আসকার দীঘির পাড়ে, ইস্পাহানি গ্রুপের বাসভবনের সামনে।
১৪।চিনি নাই।
এত চমৎকার পোস্টে কোন ভাল্ লাগা নেই? প্রথম ভাল লাগা দিলাম।
বিঃ দ্রঃ কলেজিয়েট আর কোর্ট বিল্ডিং এর ছবি যোগ করতে পারতেন।
১৪ ই মে, ২০১৪ রাত ১২:৩১
বিডি আইডল বলেছেন: খুবই ভালো গেস। তুমি কি চট্রগ্রামের নাকি?
১।ছবিটা সম্ভবত রাংগামাটির। --ঝুলন্ত ব্রিজ, রাংগামাটি
২।কর্নফুলী নতুন ব্রীজ।
৩।চিনি নাই।-সিআরবি ভবনের নীচে
৪।মনে হয় সীতাকুন্ডে, সীপব্রেকিং ইয়ার্ডের ওইদিকে।
৫।পুরান স্টেশন।
৬।সম্ভবত রেলওয়ের কোন বিল্ডিং, সিয়ারবি'তে মনে হয়।
৭।কাপ্তাই কিংবা ফয়েজ লেক।শিওর নই।-কাপ্তাই লেক
৮।চিনি নাই।-আউটার স্টেডিয়াম
৯।পুরান স্টেশন।
১০।বহদ্দারহাটের রিভলভিং রেস্টুরেন্ট।ছবিটা কোত্থেকে তোলা বুঝতে পারছি না।--নীচ থেকে
১১।বহদ্দারহাটের রিভলভিং রেস্টুরেন্ট।
১২।শিওর না। মনে হয় এয়ারপোর্ট যাওয়ার পথে।
১৩।আসকার দীঘির পাড়ে, ইস্পাহানি গ্রুপের বাসভবনের সামনে।
১৪।চিনি নাই।--ফয়েজ লেক
৯| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
সানড্যান্স বলেছেন: ইস্পাহাণীর ছবির সামনে তিন জন পারিসা দেখা যায়!!!
১৪ ই মে, ২০১৪ রাত ১২:৩১
বিডি আইডল বলেছেন: ভাড়ার ক্যচাঁল
১০| ১৪ ই মে, ২০১৪ রাত ১২:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন:
১১| ১৪ ই মে, ২০১৪ রাত ১:০০
রিফাত ২০১০ বলেছেন:
এইডা বেশি ভালা লাগছে ।
১২| ১৬ ই মে, ২০১৪ সকাল ১১:১০
ফেরদাউস আল আমিন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৪ সকাল ৯:২৪
সোহানী বলেছেন: আমাদের দেশ যে এতো সুন্দর !!!!! বাট রিক্সাওয়ালা কি ঝগড়া করছে আপুদের সাথে ?????