![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
বাঘ মামাতো ক্ষুধার জ্বালায় অস্থির। গত কয়েকদিনে সারা জঙ্গল ঘুরে একটারও ঘাড় মটকাতে পারে নি বাঘ মামা। এরি মাঝে শিয়াল পণ্ডিত এসে হাজির। শিয়াল পণ্ডিত বলে, ‘মামা কেমন আছো? তোমার দিন কাল কেমন চলছে?’
বাঘ মামা বলে, ‘কি আর বলব ভাগ্নে, ক’দিন ধরে পেটে কিছুই পড়ে নি।’
শিয়াল পণ্ডিত ভাবে, এইতো সুযোগ গৃহস্থকে শায়েস্তা করার।
শিয়াল পণ্ডিত বলে, ‘কি যে বল মামা, এইতো কালকেই দেখে এলাম এক গৃহস্থ একটা বিরাট বড় গরু কিনে এনেছে। ওটার ঘাড় মটকাতে পারলেই তোমার দশ দিনের খোরাক হয়ে যাবে।’
শিয়াল পণ্ডিত যে বাঘ মামাকে সারা জীবন বোকাই বানায় তা কিন্তু নয়। কত উপকারই না বাঘ মামার করেছে শিয়াল পণ্ডিত তার শেষ নেই। একবার বাঘ মামার জ্বর হলে, গঞ্জে গিয়ে ওষুধ পর্যন্ত নিয়ে এসেছে শিয়াল পণ্ডিত। তাই শিয়াল পণ্ডিতের উপর বাঘ মামার বিশ্বাস অনেক বেশী।
বাঘ মামা বলে, ‘এই ক’দিন কোথায় ছিলি হতচ্ছাড়া? এ খবরটা আগে দিবি না আমাকে! চল, ঘাড়টা মটকে আসি।’
তখন ছিল রাত। বাঘ মামা আর শিয়াল পণ্ডিত চলল গৃহস্থের বাড়ি। গৃহস্থের বাড়ি গিয়েই বাঘ মামাতো গর্জন করতে শুরু করে দিল। বাঘের গর্জন শুনে গৃহস্থ ভয়ে ঘর থেকে বের হয়ে গ্রামের ভিতর চলে গেল। এদিকে আবার বাঘের গর্জন শুনে গৃহস্থের খামারের মুরগীরা ভয়ে জড়সড় হয়ে রইল।
বাঘ মামা এদিক-ওদিক তাকিয়ে কোন গরু না দেখতে পেয়ে শিয়াল পণ্ডিতকে বলে, ‘কই রে? গরু কই?’
শিয়াল পণ্ডিত বলল, ‘মামা, একটু বাড়ির পিছনের দিকটা খুঁজে দ্যাখো।’
শিয়াল পণ্ডিত এই ফাঁকে মুরগী ঘরে ঢুকে যতগুলো পারল মুরগী নিয়ে পালাল।
বাঘ মামাতো বাড়ির পিছনেও গরু না পেয়ে রেগে মেগে অস্থির। বাড়ির ভিতরে এসে দেখে শিয়াল পণ্ডিতও উধাও। মুরগী ঘরের দরজা খোলা দেখে আর কিছু বুঝতে বাকী থাকল না বাঘ মামার। শিয়াল পণ্ডিত যে নিজের পেট ভরাতেই বাঘকে নিয়ে এসেছে তা ঠিকই বুঝতে পারল। একদিকে খালি পেট, আর অন্যদিকে শিয়ালের ধোঁকা। বাঘ মামা রাগে গজরাতে লাগল।
ওদিকে গৃহস্থ গ্রামবাসীদের জাগিয়ে লাঠি-শোঠা নিয়ে বাঘকে ধরতে আসল। বাঘ মামা কোন মতে জীবন নিয়ে পালাল।
তারপর গৃহস্থ দেখতে লাগল, তার কিছু খোয়া গেছে কিনা। শেষে দেখল তার কয়েকটা মুরগী নেই। সারা গ্রাম রটে গেল, বাঘও এখন মুরগী চুরি করে।
এরপর থেকে শিয়াল পণ্ডিত সেই গৃহস্থের বাড়িতে মুরগী চুরি করতে আসলে মুরগীরা যতই চিল্লা-চিল্লি করুক না কেন, বাঘের ভয়ে গৃহস্থ ঘর থেকেই বের হয় না।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪১
বিডি আইডল বলেছেন:
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৪
অগ্নি সারথি বলেছেন: আমাদের দেশের রাজনৈতিক দল গুলোর পাতি নেতাদের মধ্যে এমন স্বভাব চরম ভাবে বিদ্যমান।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪১
বিডি আইডল বলেছেন: তা আর বলতে
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১১
মামুন রশিদ বলেছেন: ভাল্লাগছে ।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮
নিজাম বলেছেন: গল্পটাতো সুন্দর। কিন্তু এর নীতিবাক্যটি কী?
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: জটিল হইছে। ১ম লাইক দিতে পেরে আনন্দিত হইলাম।
সারা গ্রাম রটে গেল, বাঘও এখন মুরগী চুরি করে। লাইটায় কইসসা প্লাস
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সারা গ্রাম রটে গেল, বাঘও এখন মুরগী চুরি করে।
এটাই গল্পের মুল আকর্ষন। হাহাহ!
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
নুরএমডিচৌধূরী বলেছেন: দারুন লিখেছেন ভাই
খুব মজা করে পড়লাম এবং
প্রান খুলে হাসলাম
অনেক শুভ কামনা রইল
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫২
কলমের কালি শেষ বলেছেন:
চরম মজাদার গল্প । বাচ্চাদের শোনায়ে ঘুম পাড়ানো যাবে ।
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৬
অন্ধবিন্দু বলেছেন:
শিয়াল পণ্ডিত, পাণ্ডিত্যের মান-ইজ্জত রাখলো তাইলে ! গুড !
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২
আবু শাকিল বলেছেন: পড়ায় ভালা পাইলাম
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৭
ইউনুস আহমেদ কোমল বলেছেন: জটিল হইছে
++++++++++++++++++
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪২
ডট কম ০০৯ বলেছেন: এই জন্যই সে শিয়াল পন্ডিত!! বড়ই বুদ্ধিমান।