![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
তা পড়তে মুন্চায়।
এরা কি এর কল্লা কাটার দাবী জানাবেন? তাকে নাস্তিক ঘোষণা করার জন্য শাহবাগে অবরোধ করবেন? নাকি বিমানবন্দরে তাকি লগি-বৈঠা দিয়ে প্রতিহতের ঘোষণা দিবেন??
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৯
মদন বলেছেন: লতিফি সিদ্দিকী জয়ের বিরুদ্ধে বলেছে এই জন্য তাকে রাজাকার উপাধি দেবার জন্য তাদের মুখ চুলকাচ্ছে কিন্তু হজ্জের বিষয় বাদ দিয়ে জয়ের বিষয়ে বললে পাবলিক রাম ধোলাই দিবে বলে আপাতত চুপ আছে।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০
আমায় ডেকো না বলেছেন: বিম্পিরে খাইছে রাজাকারে, আর আম্লিগরে খাইতাছে নাস্তিকে।
৪| ০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে জেনারেল বা ব্যান করার প্রতিবাদ জানাই। এখানে যদি কেউ বাকস্বাধীনতা কিংবা বাকদায়িত্বশীলতার কোন অযুহাত দেখান তাহলে তা হবে হিপোক্রেটিক ও হাস্যকর। আরো হাস্যকর হচ্ছে 'অসুস্থতা' লালনের লক্ষ্যে সুস্থ বাকস্বাধীনতা এবং বাকদায়িত্বশীলতার অধিকারকে ক্ষুন্ন করা।
৫| ০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৮
আমিনুর রহমান বলেছেন:
আপনাকে জেনারেল বা ব্যান করার প্রতিবাদ জানাই। আপনাকে কেনো জেনারেল করা হবে সেটার কারন ব্যাখ্যা করা উচিৎ।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪২
নীল আকাশ ২০১৪ বলেছেন: কলাবাগান১ লিখবেন, "মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির বিরুদ্ধে এটা প্রথম আলোর ষড়যন্ত্র" অথবা "কি এমন ক্ষতি হতো যদি প্রথম আলো খবরটা চেপে যেত?"