![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
ফেবুতে গতকাল অপু তানভীর অভিযোগ করছিলো তার নোটিফিকেশন দেখাচ্ছে কমেন্ট করা হয়েছে, পোষ্টেও দেখা যাচ্ছে কমেন্ট করা হয়েছে...কিন্তু অধরা কমেন্ট আর দেখা যাচ্ছে না।
বিষয়টা আমার দৃষ্টিগোচর আসার পর পরই সামুর আইটি বিভাগের বিজ্ঞ ডেভেলপার মো: বিল জবসকে ই-মেইল করি। তিনি ইনিয়ে-বিনিয়ে বিশাল এক ই-মেইল লিখে পাঠালেন। যার সারমর্ম হলো:
সামুর মন্তব্য দেখার জন্য ও রিপ্লাই করার জন্য এখন ক্যাশ ঝাড়তে হবে। ঝেড়ে মুছে একেবারে পরিস্কারও করা লাগতে পারে। এতেও কাজ না হলে গোসল করে রিফ্রেশ হতে হবে। অধরা মূল্যবান কমেন্ট দেখতে এই কষ্টটুকু সামুর ব্লগাররা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ভার্সণে এই বিষয়টি বাদ দেয়া যায় কিনা সে বিষয়ে তিনি দলের মধ্যে আলোচনা করবেন।
অপু তানভীরের দু:খ এতে ঘুচবে কিনা জানা নেই...তবে অন্যদের অনেক চেষ্টা-তদবির করা লাগবে তাতে কোন সন্দেই নেই!
পাদ টীকা:
মন্তব্য দেখা না গেলে - CTRL+F5 বাট্ন চাপুন। অথবা ক্যাশ পরিষ্কার করুন।
২| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৭
ঢাকাবাসী বলেছেন: ক্যাশ ঝাড়া মানে কি, কাকে কিভাবে কখন দেব?
১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৮
বিডি আইডল বলেছেন: ৩০০ টাকা ফ্লেক্সি ঝাড়েন...তারপর বাতাবো
৩| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৬
সুমন কর বলেছেন: হুম !!!
৪| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৪
সাহাদাত উদরাজী বলেছেন: এখানে চারটা মন্তব্য আছে দেখছি, দেখাচ্ছে একটা। রিফ্রেস দিয়েছি, কাজ হচ্ছে না।
১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৮
বিডি আইডল বলেছেন: আমি ৩ দিন পর এসে দেখতে পেরেছি
৫| ১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৮
এস.বি.আলী বলেছেন: আমি ক্যাশ পরিস্কার করসি। তাও দেখতে পাই না।
১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৮
বিডি আইডল বলেছেন: ৩-৪ দিন ওয়েট করেন...
৬| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৪
বলেছেন: আমি ক্যাশ পরিস্কার করসি। তাও দেখতে পাই না।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৪
বিডি আইডল বলেছেন: যেমন আমি পোষ্ট করেও দেখতে পাচ্ছি না..এর জন্য আমাকে পাক্কা ২০০/- ক্যাশ ঝাড়তে হবে এখন