![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
ক.
চট্রগ্রাম টু ঢাকা
বন্ধু আমি একা।
খুলনা টু রাজশাহী
তোমায় আমি ভালোবাসি।
বরিশাল টু সিলেট
করোনা আমায় ডিলেট।
ইটালী টু আমেরিকা
কেমন আছো আমার প্রিয়া?
খ.
এতো কিসের তাড়া ছিলো?
চলে গেলে দূরে।
আজো ঠিকই শুনতে যে পাই
সেই সে চেনা সুর।
ইট-কাঠের এই মেকি শহরে
ভাবার সময় কই?
হঠাত দেখি চোখের কোনে
জল করে থই থই।
কেমন আছিস তুই??
গ.
১, ২, ৩ ভালো থাকা সারাদিন
৪, ৫, ৬ আমি থাকতে নেই ভয়।
৭,৮, ৯ তুমি ছাড়া আমায়
বোঝার কেউ নেই।
১০, ১১, ১২ তুমি বন্ধু
কেমন আছো??
১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৮
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ...
সার্পোটের জন্যও ধন্যবাদ
২| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৬
আমিনুর রহমান বলেছেন:
আপনার লেখা বরাবরই একটু ভিন্ন রকমের। সেটা কবিতা হোক কিংবা রাজনীতি লিখে এমনকি ছবি ব্লগ দেয়া মধ্যে
আবার নিয়মিত হোন ব্লগে
১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৫
বিডি আইডল বলেছেন: মনে হয়না পারবো...
ভালো থেকো...
৩| ১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ছন্দময় কবিতা ।
১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৫
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ
৪| ১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
সামুর প্রেম ভাবাসা সবই কি মিছাই ?
নিয়মিত নন তাই আপনাকে যে মিছাই ।
১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৫
বিডি আইডল বলেছেন: আছেন কেমন?
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৬
আমিনুর রহমান বলেছেন:
ছন্দময়। পাঠে ভালো লাগা।