![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
ডেটিং করতে গেলাম এক মেয়ের সঙ্গে। বহুদিন ধরে ফেসবুকে ঘিচিং-ফিচিং মেরে সিস্টেম করা। তবে বিধি বাম! মেয়েটি এল, সঙ্গে তার বন্ধু। কুকুর!
আমি মেয়েটির দিকে এগিয়ে যেতেই কুকুর সেই যে কামড়ে ধরল আমার প্যান্টের একটি পা, আর কিছুতেই ছাড়ে না।
‘শালা কুত্তা!’ গালি চলে এল আমার মুখে।
‘কুকুরকে গালি দিওনা প্লিজ। আর ও পুরুষ কুকুর নয়। তবে খুব অভিমানী।’ মেয়েটি জানাল।
পা ঝাড়তে ঝাড়তে তাকে বললাম, ‘সরিয়ে নাও না ওকে!’
‘কাজ হবে না। ওর কামড় মরণকামড়। দরকার হলে সারা দিন কামড়ে ধরে থাকবে। তার চেয়ে চলো হাঁটতে হাঁটতে গল্প করি।’
উজবুক এক কুকুরের কারণে ডেট পণ্ড করা উচিত হবে না বলেই মনে হলো আমার। আমরা হাঁটতে শুরু করলাম। কিন্তু হাঁটা তো বড়ই বিড়ম্বনাকর! কুকুরটা ঝুলছে নোঙরের মতো।
‘এমন কুকুরের দরকার কী তোমার?’ জিজ্ঞেস করলাম।
‘ধর্ষকদের হাত থেকে রক্ষা পেতে। কে জানে, তোমার মাথায় কী আছে! আর জেনে রাখো, আমার কুকুর এক ধরনের বিশেষ কামড়ে অতিশয় দক্ষ—কোমরের নিচের অঞ্চলে।’
হিমশীতল এক স্রোত বয়ে গেল আমার শরীরের ভেতর দিয়ে।
আমি প্রশ্ন করলাম, ‘ও যদি প্যান্টের পায়া ছাড়া অন্য কোথাও কামড় দিত?’
‘এসব তুচ্ছ ব্যাপারে মন খারাপের অর্থ আছে, বলো?’
‘তুচ্ছ ব্যাপার!’ বলে আমি এত জোরে পা ঝাঁকালাম যে প্যান্টের পায়ার এক টুকরো কাপড়সহ কুকুরটা দূরে ছিটকে পড়ল। কিন্তু পরমুহূর্তেই ছুটে এসে কামড়ে ধরল প্যান্টের অন্য পায়া।
‘প্যান্ট মেরামত করে দেবে কে, শুনি? তোমার ইয়ে!?’ আমি জিজ্ঞেস করলাম।
‘চলো না, আমরা গান নিয়ে আলোচনা করি।’ মেয়েটি প্রস্তাব দিল।
‘একটা গান গেয়ে শোনাও না! তোমার প্রিয় কোনো গায়ক-গায়িকার।’
‘ইভা রহমান?’
ঢোক গিলে কিছু না বলে চুপ করে থাকলাম।
যেই না গান গাইতে শুরু করলাে, অমনি কুকুরটা তার পেছনের পায়া তুলে মুতে দিল আমার প্যান্টে, পায়ে।
আমি গালি দিতে শুরু করতেই মেয়েটা বলল, ‘ও তো এখনো ছোট। কিছু বোঝে না। কামড় ছেড়ে দিতে বললেবো ও বুঝতে পারবে না।’
‘তাহলে কি বুঝে এইটা?’
‘ধর!’
কুকুরটি তৎক্ষণাৎ প্যান্টের পায়া ছেড়ে দিয়ে আমার কোমরের নিম্নবর্তী অঞ্চলে কামড় দেওয়ার জন্য লাফ দিল। তবে তার আগেই আমি পাশের এক গাছে উঠে পড়তে সক্ষম হলাম।
‘নেমে এসো,’ অনুরোধ করল মেয়েটি। ‘আমি ওকে ধরে রাখব।’
‘আমি এখানেই বেশ আছি।’ বললাম গাছের ডালে আরাম করে বসতে বসতে।
‘তাহলে আমি বরং বাড়ি চলে যাই।’
‘যাও’ বলে উড়ন্ত চুমু ছুঁড়ে দিলাম তার দিকে।
মেয়েটি রাগ করে চলে গেল। তবে কুকুরটিকে রেখে গেল গাছের তলায়। আমাকে শিক্ষা দিতে।
আমি কীভাবে রাত কাটালাম, আলিঙ্গন করলাম প্রত্যুষের আলোকে, কীভাবে কুকুরকে ফাঁকি দিলাম—সে এক আলাদা ইতিহাস। তবে সেই থেকে কোনো মেয়ের সঙ্গে পরিচিত হওয়ার সময় অবধারিতভাবে জিজ্ঞেস করি, ‘কুকুর আছে?’
উত্তরে ‘হ্যাঁ’ শুনলে তৎক্ষণাৎ পাশের উঁচু কোনো গাছে চড়ে বসে ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করতে শুরু করে দিই।
আমি বুঝতে পারি, লোকে আমাকে দেখে পাগল ভাবে, তবে ওই সময়ে নিজের ওপরে আমার নিয়ন্ত্রণ থাকে না—সহজাত আত্মরক্ষার বসেই ওটা করে থাকি।
(রুশ লেখক য়্যুরি লিখোলেতভ এর অনুবাদ থেকে ইষৎ পরিমার্জিত। অনুবাদ সুত্র প্রথম আলো)
১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৭
বিডি আইডল বলেছেন: হুম
২| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৬
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন:
১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬
বিডি আইডল বলেছেন:
৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৪
আজমান আন্দালিব বলেছেন: আমি হাসলাম ...হোহো করে হাসলাম।
১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ
৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৮
লেখোয়াড় বলেছেন:
গল্পটির গভীরতা আছে।
+++++++++++++++
১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬
বিডি আইডল বলেছেন: জ্বী...সিংকিং সিংকিং ড্রিংকিং ওয়াটার
৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৫
আসফি আজাদ বলেছেন: +++
১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ
৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৮
আমি ময়ূরাক্ষী বলেছেন: হা হা গল্পের মর্মার্থ যাই হোক অনেক হাসলাম সকাল বেলাতেই।
১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫
বিডি আইডল বলেছেন:
৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা ভ্রাতা ++++
হাহাহা বেশ হাসলাম সকাল বেলা
১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ভালো থাকবেন
৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মজার গল্প।
১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫
বিডি আইডল বলেছেন:
ধন্যবাদ
৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
তুষার কাব্য বলেছেন: বেশ লাগলো...
১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ
১০| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১২
আমিনুর রহমান বলেছেন:
আমি শিউর অরিজিন্যাল থেকে আপনার অনুবাদ বেশী সুন্দর হয়েছে।
সেদিন ব্যস্ত ছিলাম তাই কমেন্ট করে যেতে পারিনি।
১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ...অনুবাদটা পুরোপুরি মৌলিক না সেটা লেখাতেই বলেছি
১১| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার বাস্তব জীবনে আসুক কোন এক কুকুরওয়ালী।
১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪
বিডি আইডল বলেছেন: আমার জীবনে এক অপূর্ব রুপবতী ইতিমধ্যেই আছেন
১২| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার জীবনের সেই অপূর্ব রুপবতীর জন্য শুভ কামনা।
১৩| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৯
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ভালও
১৪| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮
বলেছেন: +++++++
১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩
লাজুক ছেলে...... বলেছেন: এত্ত মজা দ্যান ক্যারে রে ভাই ......
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৪৯
আমি তুমি আমরা বলেছেন: হুম্ম, খারাপ না।