![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
স্পিকারঃ ফরিদপুর দুই আসনের সংসদ সদস্য, আপনার প্রশ্ন উত্থাপন করেন।
সংসদ সদস্যঃ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আপন কন্যা, ডটার অব পিস, শান্তির পায়রা, দেশের লক্ষী, শেখ হাসিনাকে জানাই শত সহস্র সালাম। তিনি এই দেশের জন্য যে আত্মত্যাগ…
স্পিকারঃ আপনি প্রশ্ন করুন, মাননীয় সংসদ সদস্য।
সংসদ সদস্যঃ ধন্যবাদ মাননীয় স্পিকার। আজ আমাদের দেশ ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশ পরিচালনায় নিপুন দক্ষতার পরিচয় দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মাইলফলক স্থাপন করেছেন, তা যুগ যুগ ধরে…
স্পিকারঃ আপনি আপনার প্রশ্ন করুন, মাননীয় সংসদ সদস্য…
সংসদ সদস্যঃ জ্বী, জ্বী, মাননীয় স্পিকার। ধন্যবাদ। এই মহান সংসদ এ দাঁড়িয়ে আমি শুধু বলতে চাই, আমাদের দেশ ও জাতির এখন যে সোনার বাংলায় বাস করছে, যা একদিন স্বাধীনতার একমাত্র ঘোষক, শ্রেষ্ঠ বাঙ্গালী, এদেশের স্বাধীনতার নায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নে দেখেছিলেন, তা শুধুমাত্র সম্ভব হয়েছে তার ই যোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যানে, এবং…
স্পিকারঃ প্রশ্ন করুন, প্রশ্ন করুন, মাননীয় সংসদ সদস্য। আপনি প্রশ্ন করুন।
সংসদ সদস্যঃ ধন্যবাদ মাননীয় স্পিকার।ধন্যবাদ আমাকে এই মহান সংসদে কথা বলার সময় এবং সুযোগ দেবার জন্য। আমি এই মহান সংসদের সময় নষ্ট করতে চাই না। আমার খালি একটা কথা বলার আছে। আজকে জনগন যেভাবে জেগে উঠেছে, বঙ্গবন্ধুর লালিত সোনার বাংলা বাস্তবায়নে যে প্রচেষ্টা, পরিকল্পনা, ও উন্নতির জোয়ার বয়ে যাচ্ছে, তা…
স্পিকারঃ ধুর বাল!
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫
বিডি আইডল বলেছেন: সবার জন্য না...লীগারদের জন্য বিয়া বাড়ী
২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৪
এমএম মিন্টু বলেছেন: হুম
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭
মেকগাইভার বলেছেন: গনতন্ত্র ফেরত চাই।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৫
ঢাকাবাসী বলেছেন: হা হা হা, এত জঘন্য নিকৃস্ট অদক্ষ অশিক্ষিত পাচাটা বশংবদ ..মপি সম্বলিত .. দুনিয়াতে আর একটাও পাবেননা।
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪
ভিটামিন সি বলেছেন: সব ছাগলের পাল ভীড় করেছে সেখানে।
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
দীঘল গঁাােয়র েছেল বলেছেন: স্পিকারঃ ধুর বাল! দারুন বলেছেন। হাসতে হাসতে শ্যাষ।
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২০
আশফাক সুমন বলেছেন: সুপার লাইক
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
খেলাঘর বলেছেন:
হাউকাউ
৯| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৮
রাজজাকুর বলেছেন: হো হো হো!
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১১
আল-শাহ্রিয়ার বলেছেন: দুঃখজনক !!