![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
ব্লগে এখন মডু কে জানি না। তবে ধারণা করছি আপনার যখন নাক চাপলে মুরগির দুধ বের হয়, তার আগ থেকেই এই ব্লগে আমি ব্লগিং করি।
যদি নীতিমালা দেখান...দেখান। চোরের মত পোষ্ট আন-পাবলিশ করবেন না।
আর যদি আরিল্ড দুলাভাইরে আবারও ডিবি অফিসে নিয়ে যায়, সে ভয়ে করেন, তবে সেটাও জানান।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪
ঢাকাবাসী বলেছেন: ইচ্ছে হলে থাকুন না হলে যান, এই হলো নিয়ম।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮
রাখালছেলে বলেছেন: ভাল তো ...ভাল না । যা ইচ্ছা তাই করার নামই তো গনতন্ত্র ।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭
খেলাঘর বলেছেন:
আমার লেখা পোস্ট সামনের পাতায় প্রকাশিত হচ্ছে না; এখনো কমেন্ট করার ক্ষমতা আছে; তবে, কমেন্ট খুব একটা করবো না।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৯
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আপনি কি স্বাধীনতায় বিশ্বাসী নন, মডুরা যা কিছু করতে চাইবে সেটাই স্বাধীনতা, আপনি তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছেন ??? বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। আর মনে হয় আপনি কিছুটা রেগে আছেন, লেখায় কিছুটা এরোগেনট ভাব আছে। কুল কুল, মাথা ঠান্ডা রাখেন।
১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৪
বিডি আইডল বলেছেন: সারকাজম!
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬
নীল আকাশ ২০১৪ বলেছেন: চোরের মত কেবল আনপাবলিশই করেনা, এরা চোরের মত ব্যান করে, কমেন্ট ব্যান করে আরও অনেক কিছু করে কোন নোটিশ ছাড়াই। মোট কথা, একজন ব্লগারের বিরক্তি উৎপাদন করার জন্য এরা দিনরাত প্রচেষ্টা চালায়।
সামু ইহাদের সম্পত্তি। ইহারা যেমনভাবে চাইবে - ইহা তেমনভাবেই চলিবে। আপনার যদি না পোষায়, আপনি ইহা ত্যাগ করিতে পারেন।