![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
মালিকায়ে আলিয়া বঙ্গবন্ধু (রহমতুল্লাহি আলাইহি) এর কন্যা শেখ হাসিনা এখন বাংলাদেশের ইতিহাসে জনপ্রিয়তম শাসিকা।
ধন্যবাদ বাংলাদেশ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩
বিডি আইডল বলেছেন: তাও ভালো একটারে পিস পিস কইরা বেচে নাই!
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আবার জিগায়!!!!!!!!!!!
তার মানে বোঝেন?
মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে!
তার মানে বোঝেন?
মধ্যম আয়ের দেশে পরিণত হইছে!!!
সো বলেন- হেইল জয় বাংলা
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২
বিডি আইডল বলেছেন: হেইল "জিয়ে পাকিস্হান"
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
মরিচ গাছ তো শেখ হাসিনা রোপন করে না, সে বরং খায়; মানুষের সংখ্যা কতো, কত জমিতে চাষ করা সম্ভব, এগুলো কাদের প্ল্যান করার কথা?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২
বিডি আইডল বলেছেন: সঠিক উত্তর বেছে নাও:
১. হাসানুল হক ইনু
২. সুরন্জিত সেন গুপ্ত
৩. ওবায়দুল কাদের
৪. বিচারপতি এসকে সিনহা
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪
গোধুলী রঙ বলেছেন: @চাদগাজী আংকেল, কারোর কোন দরকার হলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। যেমন ইন্টার্নী ডাঃ দের বেতন বাড়তে হবে চলো প্রধানমন্ত্রির দরজায়, কারোর খুনের বিচার চাই চল প্রধানমন্ত্রির দরজায়। আর সেটাই তো স্বাভাবিক, পোলাপাইন বাইরে বাদরামি করলে দু একবার বকে কথা না শুনলে বাপের কাছে নালিশ, এটাই তো আমাদের সংস্কৃতি। আর আমার কাছে মনে হয় উনিও স্বয়ং তাই চান।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৫
বিডি আইডল বলেছেন: উনিই আমাদের মা, উনিই আমাদের বাপ। আমরা উনার কাছে না গেলে কার কাছে যাবো।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১
আমি এক অপদার্থ বলেছেন: what's this?
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: সঠিক উত্তর বেছে নাও:
১. হাসানুল হক ইনু
২. সুরন্জিত সেন গুপ্ত
৩. ওবায়দুল কাদের
৪. বিচারপতি এসকে সিনহা
৭| ১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সকালে কিনতে গেলাম , দোকানী কয় কয়টা নিবেন ?
বললাম মানে ?
কয় , মানে টানে নাই , পিচ একটাকা , বাইছা নিলে দুই টাকা