![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
আমি বন্দি কারাগারে
আমি বন্দি কারাগারে
আছি গো মা বিপদে
বাইরের আলো চোখে পড়েনা মা
আমি বন্দি কারাগারে
আমি বন্দি কারাগারে
জেলখানার সম্বল
থালাবাটি কম্বল
এছাড়া অন্য কিছু মেলেনা মা
জেলখানার সম্বল
থালাবাটি কম্বল
এছাড়া অন্য কিছু মেলেনা
সকাল আর সন্ধায়
দুইটি রুটি দেয়
সকাল আর সন্ধায়
দুইটি রুটি দেয়
রুটি খেয়ে পেট ভরেনা
মা
আমি বন্দি কারাগারে
আমি বন্দি কারাগারে
আছি গো মা বিপদে
বাইরের আলো চোখে পড়েনা মা
আমি বন্দি কারাগারে
আমি বন্দি কারাগারে
শনিবার আর মঙ্গলবার
তোমার আমার দেখাবার
তাও তো দেখা তুমি করোনা মা
আর জ্বালা সয়না
প্রাণে যে মানেনা
আর জ্বালা সয়না
প্রাণে যে মানেনা
মশার কামড়ে ঘুম ধরেনা
আমি বন্দি কারাগারে
আমি বন্দি কারাগারে
আছি গো মা বিপদে
বাইরের আলো চোখে পড়েনা মা
আমি বন্দি কারাগারে
আমি বন্দি কারাগারে
আমি দুখের দুখী
কবে হব সুখী
তাও তো জেনে তুমি বলনা মা
আমি দুখের দুখী
কবে হব সুখী
তাও তো জেনে তুমি বলনা
রাউটার আর সিম
সকলে ডাকে নাম
রাউটার আর সিম
সকলে ডাকে নাম
আমার নাম ডাক পড়েনা মা
আমি বন্দি কারাগারে
আমি বন্দি কারাগারে
আছি গো মা বিপদে
বাইরের আলো চোখে পড়েনা মা
আমি বন্দি কারাগারে
আমি বন্দি কারাগারে
আমি বন্দি কারাগারে
আমি বন্দি কারাগারে।
২| ১১ ই জুন, ২০১৬ সকাল ১১:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: কবে গেলেন
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভ্রাতা ৫ মাস ধরে অনাহারী!!!!!!!!!!!!!!!!!!
আমাদেরতো এই গান গাওয়ার জোগার!!!! এভাবে নীরব হয়ে গেলেন!
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৬ সকাল ৯:২৫
আমি রাজপথের সৈনিক বলেছেন: অনেক সুন্দর একটি গান।