![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
ছাত্রলীগ মানে যেখানে চাদাঁবাজী, সন্ত্রাস, ধর্ষণ, গুম, খুন, মারামারি ইত্যাদি, সেখানে বান্দরবানে ছাত্রলীগ ধন্যবাদ পাওয়ার মত এক অনন্য নজির স্হাপন করেছে। নিজেদের পকেটের পয়সা খরচ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে একটি এমবুলেন্স কিনে দিয়েছে জেলা পরিষদকে। বান্দরবানের যে কেউ ছাত্রলীগের এই এমবুলেন্স সেবা নিতে পারবে।
বান্দরবানের এই উদহারণ সামনে রেখে নতুন বছরে ছাত্রলীগের আলোর পথে হেটেঁ সারা দেশেই নিজেদের টাকা দিয়ে এইভাবে সেবার দৃষ্টান্ত স্হাপন করবে, সেই প্রত্যাশায়।
২| ০২ রা জানুয়ারি, ২০২১ সকাল ৮:৩৭
এমেরিকা বলেছেন: খুন জখম টেন্ডারবাজি, ক্ষমতার যথেচ্ছ অপব্যবহার, চাঁদাবাজি করে মানুষের পকেট ফাঁকা করে বড়লোক হওয়া ছাত্রলীগ নিজেদের নাম বড় বড় করে লিখে হলেও হারাম কামাইয়ের কিছুটা অর্থ যে জনকল্যাণে ফেরত দিতে পেরেছে - এজন্য আমরা বেকুব ম্যাঙ্গো পাবলিক তাদেরকে চির কৃতজ্ঞতা জানাই।
৩| ০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৪
নতুন বলেছেন: কাজটা ভালো কিন্তু
ছাত্র রাজনিতি করে এতো টাকা কোথায় পাইলো এরা?
চাদাবাজির টাকায় ভালো কাজ করে বৈধতা পাওয়ার চেস্টা?
৪| ০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১০
আমিন রবিন বলেছেন: ভালো উদ্যোগ। কিন্তু ছাত্ররা চলে বাপের পয়সায়। তারা পকেটের পয়সা দিয়ে এমবু কিনলো কি ভাবে? নাকি বান্দরবনে শুধু জমিদারের সন্তানেরাই ছা্ত্রলিগ করে?
৫| ০২ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১০
রাজীব নুর বলেছেন: এই কাজের পেছনেও ওদের অন্য কোনো উদ্দেশ্য আছে।
৬| ০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০০
হাবিব ইমরান বলেছেন:
অ্যাম্বুলেন্স দিয়েছে ভালো। সত্যিই দারুণ প্রশংসনীয় কাজ। কিন্তু রোগীরা অ্যাম্বুলেন্সের গায়ে ‘হ্যালো ছাত্রলীগ’ লেখা দেখলেই নিশ্চিত পালিয়ে বাঁচতে চাইবে।
রোগীরা বলবে, চিকিৎসা চাই না, আমি ভালো হয়ে গেছি।
৭| ০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫১
আমি সাজিদ বলেছেন: আমার মনে হয় এমপি সাহেব নিজেই স্পন্সর করে দিয়েছেন এই এমবুলেন্স। জেলা শহরে উপজেলা শহরে যেসব ছেলেপেলে ছাত্রলীগ বা ছাত্রদল করে এদের কেউই পড়াশুনা বা কোন চাকরি করে না। সারাদিন ঘুরে বেড়ায়। নানা জায়গা থেকে ভাগ পাওয়ার উদ্দেশ্যে অপেক্ষায় থাকে।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০২১ সকাল ৮:৩৭
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, চাঁদাবাজীর নতুন টেকনিক!