![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
স্নায়ুযুদ্ধকালের গল্প। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গেছেন আমেরিকা সফরে। এয়ারপোর্টে সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরল। একজন সাংবাদিক প্রশ্ন করল, ‘ আমরা জানি ক্রেমলিনে পতিতাপল্লী নেই। আপনি কি ওয়াশিংটনে এসে পতিতাপল্লীতে যাবেন?’
পররাষ্ট্রমন্ত্রী জবাব দিলেন না।
পরের সাংবাদিক প্রশ্ন করলেন, ‘আপনি কি ওয়াশিংটনে এসে পতিতাপল্লীতে যাবেন?’
পররাষ্ট্রমন্ত্রী এবারও এড়িয়ে গেলেন।
তৃতীয় সাংবাদিক এবার জানতে চাইলেন, ‘মিস্টার মিনিস্টার, আপনি ওয়াশিংটনে স্বাগতম। আপনি কি ওয়াশিংটনে এসে পতিতাপল্লীতে যাবেন?’
পররাষ্ট্রমন্ত্রী এমন বিদঘুটে প্রশ্ন শুনে ভাবলেন সাংবাদিকরা তাঁকে নিয়ে মজা করছে। তিনিও পাল্টা মজা করে জিজ্ঞেস করলেন, ‘ আপনাদের ওয়াশিংটনের পতিতাপল্লীটা কোথায়?’
—-ব্যাস, পরের দিন সব পত্রিকার শিরোনাম হলো, ‘ওয়াশিংটনে নেমেই রুশ পররাষ্ট্রমন্ত্রী পতিতাপল্লীর রাস্তাঘাটের খোঁজ করলেন !’
ছবি: আমেরিকার কংগ্রেসে (আমাদের সংসদ) এর স্পিকার ন্যান্সি পেলোসির অফিসে ট্রাম্পের এক সমর্থক। নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে আজ ট্রাম্প সমর্থকরা কংগ্রেসে হামলা চালায়।
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৩
বিডি আইডল বলেছেন: এটা আমেরিকা-রাশিয়া ঠান্ডা যুদ্ধের সময়কার কৌতুক
২| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:১০
ঢাকার লোক বলেছেন: কৌতুকটাতে আমেরিকার সাংবাদিকদেরকে ব্যাংগ করা হয়েছে! সবাই এমন নিশ্চয় নয়। রাজনীতিবিদরা সাধারনত আরো বেশী ট্যাক্টফুল। নব্বইএর দশকে ড. মহাথীরকে লন্ডনে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, মালয়েশিয়ায় সাংবাদিকদের নাকি স্বাধীনতা নেই? তিনি উত্তর দিয়েছিলেন, তারা দুনিয়ার অনেক দেশের সাংবাদিক থেকে বেশী স্বাধীন!
৩| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৭
আমি সাজিদ বলেছেন: অভূতপূর্ব ঘটনা
৪| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৯
আমি সাজিদ বলেছেন: সামনে আমেরিকায় দাঙ্গা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না৷ কারন এই হামলায় ভবিষ্যৎ দাঙ্গার ভিত্তি গড়ে উঠেছে।
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৪
বিডি আইডল বলেছেন: আমেরিকার দাঙ্গা-হাঙ্গামা নতুন কিছু নয়। কিন্তু এরা আইন ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বলেই কাল সারারাত এদের কংগ্রেস অধিবেশন চলেছে। রাত ২:৪৮ মিনিটে এরা বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করে সার্টিফিকেশন করেছে।
৫| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩০
রানার ব্লগ বলেছেন: দেখে ভালোই লাগছে কারন এত দিন জানতাম আমর বাংলাদেশিরা অসভ্য এবং বেয়াদব এখন দেকছি বাংলাদেশী ছারাও এই বিশেষনে বিশেষায়িত লোক এমিরিকাতেও আছে। বাহ কি আনন্দ আকশে বাতাশে !!!!!
৬| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৯
পদ্মপুকুর বলেছেন: রানার ব্লগ বলেছেন: দেখে ভালোই লাগছে কারন এত দিন জানতাম আমর বাংলাদেশিরা অসভ্য এবং বেয়াদব এখন দেকছি বাংলাদেশী ছারাও এই বিশেষনে বিশেষায়িত লোক এমিরিকাতেও আছে। বাহ কি আনন্দ আকশে বাতাশে !!!!!
আমাদের রপ্তানীযোগ্য এই পণ্যটা এতদিন বিশ্ব মনোযোগ আকর্ষণ করতে পারেনি, আশা করি এখন এটার পেটেন্ট দাবী করে আমরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং সে মুদ্রা দিয়ে দেশের উত্তরাঞ্চলে বাতাবী লেবুর বাম্পার ফলন ঘটানো সম্ভব হয়ে।
০৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩৫
বিডি আইডল বলেছেন: রাজনৈতিক মন-মানসিকতায় ট্রাম্পের সাথে আমাদের পিএমের তেমন কোন পার্থক্য নেই
৭| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আইডল ভাই, মজা লইলেন? যা হোক, কৌতূকটি দারুণ।
বলতে চাই যে, আমেরিকার বর্তমান পরিস্থিতির জন্য আমরা যেন আমাদের দেশের কাউকে দায়ি না করি।
এটা ঠিক হবে না। আমেরিকার জন্য আমেরিকাই যথেষ্ট।
শুধু মুখোশটা সরে গেছে। বাকিরা গোপন রাখতে পেরেছিলো।
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৬
বিডি আইডল বলেছেন: ট্রাম্প নির্বাচিত হবার পর তার ভবনের সামনে নিরাপত্তার জন্য বালুর ট্রাক রাখা হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এইরকম বালুর ট্রাক রেখেছিলেন বেগম খালেদা জিয়ার বাস ভবনের সামনে। আমেরিকার অবশ্যই আমাদের কাছ থেকে শেখার আছে।
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৭
বিডি আইডল বলেছেন:
৮| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাংবাদিকরা এমন মজা প্রায়শই করেন!
যেমন এক পত্রিকায় শিরোনাম করলো
রবী ঠাকুর আজ বন থেকে হেগে গেছেন!!
০৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৩৪
বিডি আইডল বলেছেন: পাছার ভুল ছিলোর মত আরকি!
৯| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০৩
রাজীব নুর বলেছেন: আমেরিকার জনগনকে ভদ্র মনে করতাম।
১০| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:২২
অনল চৌধুরী বলেছেন: ব্লগে এ্যামেরিকারা বিশ্বস্ত চাটুকাররা এসবের জবাব দিচ্ছে না কেনো???
১১| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:৪৯
সোহানী বলেছেন: গণতন্ত্র বিলি বন্টনে সাময়িক বিরতি !
১২| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫৬
কাছের-মানুষ বলেছেন: কৌতুকটি ভাল ছিল। বিনোধন পেলাম!!
১৩| ০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫১
কল্পদ্রুম বলেছেন: স্পিকারের অফিসে ভদ্রলোক খুব মজায় আছেন বলে মনে হচ্ছে। যেভাবে পোজ দিয়ে ছবি তুলেছেন। পরে পুলিশের কাছে ধরা খাওয়ার ভয় নেই না কি?
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫৬
ঢাকার লোক বলেছেন: কৌতুকটাতে আমেরিকার সাংবাদিকদেরকে ব্যাংগ করা হয়েছে! সবাই এমন নিশ্চয় নয়। রাজনীতিবিদদের আরো ট্যাক্টফুল হওয়া দরকার। নব্বইএর দশকে ড. মহাথীরকে লন্ডনে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, মালয়েশিয়ায় সাংবাদিকদের নাকি স্বাধীনতা নেই? তিনি উত্তর দিয়েছিলেন, তারা দুনিয়ার অনেক দেশের সাংবাদিক থেকে বেশী স্বাধীন!