![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
সেরাম ইনস্টিটিউটের সঙ্গে করা চুক্তিতে বলা আছে, তারা ভারত ও বাংলাদেশের বাজারে একই সময়ে টিকা দেবে: মীরজাদী সেব্রিনা ফ্লোরা
ভারতের সেরাম ইনস্টিটিউট বাজারে করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ শুরু করলে বাংলাদেশ তা ‘অগ্রাধিকার ভিত্তিতে’ পাবে। চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউট যেদিন আন্তর্জাতিক বাজারজাতকরণ শুরু করবে সেদিন থেকেই বাংলাদেশ মাসে ৫০ লাখ করে ডোজ পাবে: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
অক্সফোর্ডের টিকা বাংলাদেশ ও ভারত একই দিনে পাবে এধরনের কোনো কথা চুক্তিতে নাই: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস-এর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা।
২| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৩০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দিল্লি হনুজ দূর আস্ত .....
৩| ১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৬
শাহ আজিজ বলেছেন: ফাইজার ১৮ ই জানুয়ারির মধ্যে তাদের টিকা নেওয়ার জন্য শর্ত মেনে আবেদন করতে বলেছে । মন্ত্রনালয় ব্যাস্ত এই বিষয় নিয়ে । শর্তের গুরুত্বপূর্ণ অংশ পক্ষপাতিত্ব বিহীন বিতরন । দেশের সব জায়গায় একই সাথে কার্যক্রম শুরু । পি জি , কলেরা হাসপাতাল , আই ই সি ডি ডি আর বি ?? এদের ফ্রিজার আছে । পাপন ৬ টি ফ্রিজ আনাতে পেরেছে কারন বিশ্ব জুড়ে ফ্রিজের চাহিদায় বাংলাদেশ বরাবরের মত পিছিয়ে ।
গাভী অক্টোবরে ৬০+ মিলিয়ন ডোজ টিকা বাংলাদেশের জন্য বরাদ্দ করেছিল ১,৭০ ডলার মুল্যে । আমাদের কোন মিডিয়া তা প্রকাশ করেনি , না সরকার । গাভির ওয়েব পেজে এটা দেওয়া আছে ।
স্বচ্ছতার বড্ড অভাব । এরা পুরস্কারের ধান্ধায় থাকে সকল সময় ।
৫| ১০ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের সরকারের উপর ভরসা রাখা ঠিক হবে না।
৬| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @ শাহ আজিজ: আপনাকে অনেক ধন্যবাদ একটি অজানা তথ্য শেয়ার করার জন্য।
চাটুকার ও ধান্ধাবাজে ছেয়ে গেছে গোটা প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব। এরা যেখানে হালুয়া রুটির ভাগ পাওয়ার সম্ভাবনা নেই, সেখানে সম্পৃক্ত হতে চায় না। গাভী যে অতি স্বল্প মূল্যে (১.৬২ - ২.00 ) বাংলাদেশের জনগণকে টিকা দিবে তা জনগণের কাছে মিডিয়া ব্ল্যাক আউট করা রীতিমতো সন্দেহজনক। বঙ্গবন্ধু আক্ষেপ করে উল্লেখ করেছিলেন 'চাঁটার দল' বলে - অপ্রিয় হলেও সত্যি এখন সেই চাঁটার দল এক্সপোনেন্সিয়ালি বেড়ে আকাশ ছুঁয়েছে।
গাভী সম্পর্কে কিছু তথ্য:
https://www.gavi.org/our-alliance/about' target='_blank' >গাভী সম্পর্কে
৭| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: গাভী সম্পর্কে কিছু তথ্য:
গাভী সম্পর্কে
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৪৩
চাঁদগাজী বলেছেন:
২৮ মাসে ১৮ কোটী আসবে।
২০২১ সালে টিকা দেয়া শুরু হলে ২০২৩ সালে শেষ হবে?