![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
তিতলী কি পারবে তার স্বামীর বাড়ী থেকে টিকাকে উদ্ধার করতে??
২| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৩:১৭
অনল চৌধুরী বলেছেন: ভূয়া ভারত নিজেরাই নিজেদের দেশে মৃত্যু ঠেকাতে পারছে না, ওদের টিকা-ফিকাতে বাংলাদেশের কি লাভ হবে?
টাকা ফেরত নিয়ে অন্যদেশ থেকে আনা হোক।
৩| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, আপনার এই সব কৌতুক বুঝার মত পাবলিক ব্লগে এখন কম!!
৪| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৫৮
সিগনেচার নসিব বলেছেন: একটা মানুষ প্রতিবাদ করতে শুরু করেছে। আর আপনারা সেটা নিয়ে জোক্স শুরু করলেন।
তবে আমরা চাই তিতলী কিছু একটা করুক।
৫| ২৫ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:৪৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নিজে টিকা উৎপাদনের সক্ষমতা অর্জন করতে না পারলে যে কোনো দেশকেই এরকম মাইনকা চিপায় পড়তে হবে। কানাডার ট্রুডো আর ডগ ফোর্ড একই মাইনকার চিপায় পড়েছে। আজ মডার্না বলে টিকা পাঠাতে পারবে না, কাল ফাইজার বলে দেরি হবে - এই তামশা করতে করতে সবাইকে টিকা দিতে বছর পার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
৬| ২৫ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:০৮
লাতিনো বলেছেন: পাপনের উচিত ভারতের ভরসায় না থেকে ইউটিউব দেখে নিজে নিজে টিকা উদ্ভাবনের চেষ্টা করা।
৭| ০৫ ই মে, ২০২১ রাত ৩:০৭
রাজীব নুর বলেছেন: হুম।
৮| ২৩ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৮
নাহল তরকারি বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১১
সোহানী বলেছেন: তিতলী পারবে কিনা তার অপেক্ষায় জাতি!!