![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
২০১১ সালের দিকে যখন সামু ব্লগ থেকে ফেবু জনপ্রিয় হতে শুরু করে সে সময় থেকেই এই ব্লগে সময় কমিয়ে দিতে থাকি। ২০০৭ থেকে কত সময় দিয়েছে এই ব্লগে!! দিনে ১২-১৪ ঘন্টা নেশার মত ব্লগিং করতাম।
যে ফেবুতে সচল ছিলাম, সেই ফেবু আইডিটি ২০১৩ সালে দেশ থেকে হ্যাকিং হয়। খুব কষ্ট পেয়েছিলাম। ২০১৩ সালে নতুন আইড খুলি। আজ ১০ বছর পর ঘূর্ণিঝড় মোখার রাতে সেই আইডিটি চলে গেল। আমার লেখালিখির কারণে অনেকেরই চক্ষুশুল ছিলাম। আইডির উপর শকুনির নজর ছিলো। ১০ বছর ধরে লালন করা আইডির উপর একটা মায়া পড়ে গিয়েছিলো।
নতুন করে আইডি খুললাম। হয়ত আরো ১০ বছর যাবে এটাকে বড় করতে।
প্রোফাইলে লিংক আছে কেউ যদি জড়াতে চায় এই অধমের সাথে।
১৪ ই মে, ২০২৩ সকাল ৯:৩২
বিডি আইডল বলেছেন: নতুন লিংক এইটা
২| ১৪ ই মে, ২০২৩ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আইডি হারানো কষ্টের। যদিও আমি হারাইনি এখনো ২০০৯ সাল থেকে আছে এখনো
৩| ১৪ ই মে, ২০২৩ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: আইডি হারানোও কষ্টের আর দীর্ঘদিন ফ্রন্ট পেজ ব্যানে থাকাও কষ্টের।
৪| ১৪ ই মে, ২০২৩ রাত ৮:০৮
মামুinসামু বলেছেন: Best wishes for new আইডি
৫| ১৪ ই মে, ২০২৩ রাত ৯:৫৭
শায়মা বলেছেন: আমি তো প্রায় তোমাকে লগ ইন দেখি এখানে ভাইয়া কিন্তু আর আগের মত এত শত লেখো না এখানে।
৬| ১৫ ই মে, ২০২৩ সকাল ৯:৪৪
অপু তানভীর বলেছেন: আপনে তো আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন । আপনার আইডি যদি হায়ারে গিয়া থাকে তাইলে তো আমার ফ্রেন্ড সংখ্যা একজন কমে যাওয়ার কথা কিন্তু কমে নাই যে !
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০২৩ সকাল ৮:৫৪
শেরজা তপন বলেছেন: ক্যামনে আইডি হারালেন?
লিঙ্কেতো ঠিকঠাক কাজ করছে!
একসময় আপনাকে ব্লগে সব সময়ই পেতাম। ফিরে আসুন স্বমহিমায়।