![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
দেশে এবার লাউয়ের বাম্পার ফলন হয়েছে। একেকজন চাষি ন্যূনতম এক হাজার টাকা ব্যয় করে ইতিমধ্যেই ১০ গুণ আয় করেছেন। বিষমুক্ত আবাদের কারণে বাজারে লাউয়ের চাহিদাও ভাল। এসব লাউ চাষে কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার না করলেও চাষিরা বেশি পরিমাণে প্রাকৃতিক সার ব্যবহার করছেন। তাতে লাউগুলো বিষমুক্ত থাকছে। আর ক্রেতাদের কাছে এ লাউ জনপ্রিয়তা পেয়েছে।
লাউ চাষে সফলতা দেখে অন্যান্য চাষিরাও অনুপ্রাণিত হয়ে লাউয়ের চাষে মগ্ন হয়েছেন। এবং তারাও লাভবান।
এ ব্যাপারে চাষি আজগর আলী বলেন, ‘লাউ চাষ তেমন একটা পরিশ্রমের নয়। ১ শতক জমিতে এক হাজার টাকা খরচ করে ১০ হাজার টাকা আয় করা সম্ভব। তবে নিয়মিত গাছের পরিচর্যা করতে হবে। রোপণ করতে হবে উন্নতজাতের বীজ।’
চাষি নুরুল ইসলাম বলেন- প্রথমেই জমি তৈরির পর ভাল বীজ রোপণ করতে হবে। নিয়মিত দেখভাল করতে পারলেই লাউয়ের বাম্পার ফলন আশা করা সম্ভব। আর আমিও এ পদ্ধতি গ্রহণ করে ডায়না লাউ চাষে সফল হয়েছি।’
এই লাউ চাষের সাথে বাংলাদেশের ইন্টারনেট ব্ল্যাকআউট, টিভি-নিউজ ব্ল্যাকআউট, ওয়েব সাইট ব্ল্যাকআউট, মোবাইল ব্ল্যাকআউট, ফোন নেটওয়ার্ক ব্ল্যাকআউট, রাস্তায় পুলিশ-বিজিবি-আর্মি নামিয়ে রাতের অন্ধকারে ২৫ মার্চের কালো রাতের মত ১৮ জুলাইয়ের কালো রাতের কোন সম্পর্ক নেই।
২| ১৯ শে জুলাই, ২০২৪ সকাল ৮:৫১
আমি সাজিদ বলেছেন: কামাল শাওয়ার কোন কাজ নাই নাকি?
৩| ১৯ শে জুলাই, ২০২৪ সকাল ১০:০৭
কামাল১৮ বলেছেন: বহুদিন আগেই বলেছি কোন কাজের সাথে যুক্ত নাই।অবসর জীবন জাপন করছি।সাবধানে থাকবেন,ধরপাকড় চলছে।
৪| ১৯ শে জুলাই, ২০২৪ সকাল ১০:২৮
ঢাবিয়ান বলেছেন: কি হচ্ছে দেশে কিছুই বুঝতে পারছি না। আতংকে হাত পা সব কাপছে ।
৫| ১৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:২৯
নতুন বলেছেন: এতো কিছুর পরে তারা কিভাবে মনে করে দেশের মানুষ সরকারের অপসারন চাইবেনা?
এখনো বলবে জামাত শিবির জড়িত।
প্রপাগন্ডায় এরাতো নাজিদেরও হারাইয়া দেবে।
৬| ১৯ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:১৬
আমি সাজিদ বলেছেন: দেশকে নর্থ কোরিয়া বানানো সুশীল ধরপাকড়ের " ব আকার ল "। অবসরে থু থু দিলাম। আর ঘৃণা দেখানোর উপায় নাই। @ কামাল / হু এভার
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০২৪ সকাল ৮:০০
কামাল১৮ বলেছেন: লাউ হাতে শেখ হাসিনার ছবিটি সত্যি সুন্দর।
আর্মি কি রাস্তায় নেমেছে?