নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

‘ভাবসিলাম মুগ্ধর গায়ে রাবার বুলেট লাগসে’

০২ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৩



১৮ জুলাই উত্তরার আজমপুরে আন্দোলনরতদের পানি আর বিস্কুট খাওয়াচ্ছিলেন মীর মুগ্ধ। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার কিছু সময় আগে মুগ্ধর বন্ধুর করা সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। মুগ্ধকে নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছে তাঁর যমজ ভাই স্নিগ্ধ ও তাঁর পরিবার।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২৪ সকাল ১০:০৭

সোনাগাজী বলেছেন:



ভিডিওতে দেখা যাচ্ছে যে, মুগ্ধ যেখানে পানি বিতরণের চেষ্টা করছে, সেখান হয়ে সবাই দ্রুত গতিতে কোথায়ও যাচ্ছে, কিছু একটা কোথায়ও ঘটছে, কেহ পানির জন্য থামেনি; অর্থাৎ এলাকায় পুলিশ আছে, পুলিশের সাথে কিছু ঘটছে; সেখানে পানির দরকার নেই। ওর গলায় আইডি ধরণের কি ঝুলছিলো!

তার গলায় কিসের আইডি ছিলো, কারা তাকে পানি বিতরণের দা্যিত্ব দিয়েছিলো?

০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৩

বিডি আইডল বলেছেন: তোর োগার আইডি ছিল মনে হয়

২| ০২ রা আগস্ট, ২০২৪ সকাল ১০:১৭

কামাল১৮ বলেছেন: তার মৃত্যু বিতর্কিত।অনুসন্ধানে সব বের হয়ে আসবে।কয়েকদিন আগে মুগ্ধ তার ফেসবুক পেজে একটা পোষ্ট দেন সেখানে সে শিবিরকে দায়ী করেন আন্দোলনকে সহিংস করার জন্য।তার কয়েকদিন পরেই তার মৃত্যু হয়।

০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৩

বিডি আইডল বলেছেন: হ্যা সব মৃত্যুই বির্তকিত। ১৫ ই আগষ্টের বঙ্গবন্ধুর মৃত্যুও বির্তকিত ছিল

৩| ০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:২৯

রানার ব্লগ বলেছেন: বাকি ২৪৯ জনার মৃত্যুর ঘটনা কি হাওয়ায় উড়ে গেলো? মুগ্ধ মেধাবী( আমি তার এমন করুন মৃত্যুর জন্য আত্ম ধিক্কার ও এই নির্মমতার প্রতি ঘৃনা জানাচ্ছি) এর জন্য কি সে প্রাধান্য পেলো বাকি যারা অমেধাবী তাদের কে নিয়ে কোন পোস্ট নাই কেনো? মৃতেরও কি ক্যাটাগরি আছে?

০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৪

বিডি আইডল বলেছেন: তুই দে

৪| ০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:


বিভিন্ন সুত্রে ও প্রথম আলো নিহত নিয়ে অনেক রিপোর্ট করেছে।

নিহত ২১২ জনের ছাত্র মাত্র ৪৫ জন।
মুগ্ধ কে হত্যা করেছিল শিবির।
মুগ্ধ আন্দোলনে ছিল ঠিকই। কিন্তু শেষদিকে মুগ্ধ এদের তৎপরতা কিছুটা বুঝতে পেরেছিল, জামাত শিবিরের অনুপ্রবেশের বিরুদ্ধে একটি স্ট্যাটাস দিয়েছিল। এবং বিভিন্ন সহপাঠীকে সাবধান করছিল,
এটা বুঝতে পেরে হত্যার সিদ্ধান্ত নেয় শিবির। নির্জনে পেয়ে তাকে মাথায় এক রাউন্ড গুলি করে হত্যা করা হয়। কিন্তু হট্টগলের ভেতর কেউ বুঝেনি কে হত্যা করলো।
প্রথম আলোও লিখেছে ২১২ জন নিহতের ভেতরে একটি বড় অংশের মৃত্যু হয়েছে ১টি গুলির মাধ্যনে


কিছু দিন পর হত্যা ও স্ট্যাটাস নিয়ে বিতর্ক শুরু হলে, আবার নতুন ষড়যন্ত্র শুরু হয়।
কুচক্রিরা হত্যার দায় পুলিশ ও সরকারের ঘাড়ে দেওয়ার জন্য প্রথম আলো ও বিবিসি কে দিয়ে একের পর এক স্টোরি তৈরি করে যাচ্ছে, অথচ সেই সময় পুলিশের কোন হামলা ছিল না, পুলিশ ব্যবহার করে শটগান আর আর রাবার বুলেটের রাইফেল, আর মুগ্ধ মারা গেছে পিস্তলের ১ রাউন্ড গুলিতে মাথায়। আর পত্রিকার ফরমায়েশি লেখাগুলো পড়ে বুঝা যায় কেন একটি যুবকের মৃত্যুর জন্য এত কাহিনী এত এত পৃষ্ঠা অযুহাত লিখতে হয়। পুরনো ভিডিও ছড়িয়ে সহানুভূতি আদায়। কিন্তু তার শেষ স্ট্যাটাস এবং বন্ধুদের কাছে কি বলেছিল সেগুলো কোন ফরমায়েসি পত্রিকার রিপোর্টে খুঁজে পাওয়া যায় না। পুলিশ বেশিরভাগ রাবার বুলেট ব্যাবহার করেছে। নতুবা শটগানের ছররা গুলি, যেগুলো প্রাণঘাতি নয়।

০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৪

বিডি আইডল বলেছেন: আপসোস পুলিশ তোর োগা দিয়ে ছররা গুলি কেন দেয় নাই

৫| ০৪ ঠা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৬

আমি সাজিদ বলেছেন: প্রথম মন্তব্যের প্রতিউত্তরে গারবেজটাকে যে রিপ্লাই দিলেন, খুব ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.