![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
১৯৭১ এর কয়েক বছর পর আমার জন্ম। মুক্তিযুদ্ধের ঘটনা সবটাই পড়ে জানা বা বাবা-চাচা সহ যারা মুক্তিযোদ্ধা ছিল তাঁদের কাছ থেকে শোনা। বিজয়ের আবেগ কি ছিল সেটা সারা বাংলাদেশের মানুষ আজ দেখেছে, অনুভব করেছে, অভিজ্ঞতা নিয়েছে। শুধু গুটি কয়েক হতভাগা, যারা অন্যায়কে অন্যায় বলতে পারে নি, যেনে-বুঝে দলকানা হয়ে থেকে গিয়েছে বছরের পর বছর এরা ছাড়া। এরা আজ আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে।
সুযোগ এসেছে এক নতুন বাংলাদেশ গড়ার। আধুনিক বাংলাদেশ গড়ার। একটা স্বাধীন বিচারবিভাগ গড়ার। একটু আইন মেনে চলা পুলিশ বাহিনী গড়ার। একটি যোগ্য ও শিক্ষিত লোকদের নিয়ে প্রশাসন তৈরি করার। যারা সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার রুপরেখা তৈরি করে তা বাস্তবায়ন করতে পারে।
সবাইকে ৫ই আগষ্ট ২০২৪ দ্বিতীয় স্বাধীনতা দিবসের অভিনন্দন।
২| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫০
মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন !
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২১
নয়া পাঠক বলেছেন: সত্যিই তাই এবার বিচার বিভাগ পৃথকীকরণসহ সকল সরকারী কর্মচারীদের জনগণের নিকট কৈফিয়ত বা জবাবদিহিতার ব্যবস্থা রাখতে হবে। ন্যায়-কে ন্যায় আর অন্যায়-কে অন্যায় বলার সাহস রাখতে হবে বুকে। সবাই একজোট হয়ে থাকতে হবে, কারও বিপদ দেখলে সকলের সহযোগীতা করায় মনোনিবেশ করতে হবে।