নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

ফেরত আসছে টাকার সৌন্দর্য্য

২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:২৫



সচিবালয়ের একটু দূরে একটা টং এর দোকানের টুলে বসে এক ছেলে আর এক মেয়ে চা খাচ্ছে..
একটু আগে সচিবালয়ে মি:ছি:ল শেষ করে এসে বিশ্রাম নিচ্ছে..
ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করল,
-তুমি কোন কলেজের?
-শহীদ হোসনে আরা কলেজ, তুমি?
-আমি মদনবাড়ী আইডিয়াল কলেজ
-তুমি কয় সাবজেক্টে ফেল?
-৪ টায়, তুমি?
-২ টায়
-আরেহ তুমি তো অনেক ভাল ছাত্র
-আরে নাহ, তেমন না
-তোমার কি মনে হয়, রেজাল্ট বাদ দিবে?
-দেয়া তো উচিত
-কি জানি, বুঝতেছিনা, আম্মা বিয়ে দেয়ার জন্য ইঞ্জিনওয়ালা রিক্সাওয়ালা খুঁজতেছে
ছেলেটা মাথা নিচু করে মৃদুস্বরে বললে,
-তোমার আম্মা কি দুই বছর অপেক্ষা করতে পারবে?
-কেন? কি হবে দুই বছরে?
-ভাবছি কিছু টাকা জোগার করে একটা ইঞ্জিনওয়ালা রিক্সা কিনে চালাব
মেয়েটা চোখে মুখে অবাক বিস্ময় নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে রইল..
এভাবেই দুজনের প্রেম হয়ে গেল..

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পড়ে মজা পেলাম।

২| ২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৪

পদ্মপুকুর বলেছেন: ইঞ্জিনওয়ালা রিকশায় কি নতুন ১০০ টাকার নোট দিলে বেশি দুরত্বে নিয়ে যাবে? B-)

৩| ২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:২০

ধুলো মেঘ বলেছেন: এই ১০০ টাকা এখন অচল। এখন যে টাকাই ছাপা হোক না কেন, তাতে সাদা বর্ডার থাকা চলবেনা।

৪| ২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফেসবুকের পোস্ট। কার পোস্ট নাম দিতেন অথবা সংগৃহীত লিখতেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.