![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই এমন একটা বস্তু যেটাতে মনের ভাব প্রকাশ করা যায়। এবং নিজের জ্ঞান ও বারানো যায়। আমি নিয়মিত বই পড়তে পছন্দ করি। তাই আপনাদের সাথে ও শেয়ার করছি। ধন্যবাদ।
সুন্দর নাম ৩১৩ জন বদরি সাহাবী
Book Name: সুন্দর নাম ৩১৩ জন বদরি সাহাবী
Author Name: bangla islamic book online
সুন্দর নাম রাখতে কে না চায়? সকল পিতামাতই চায় তার শিশুর সুন্দর নাম রাখতে। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী ৩১৩জন সাহাবির সুন্দর নাম গুলো শেয়ার করলাম। নাম গুলো শিশুর সুন্দর নাম ৩১৩ জন বদরি সাহাবী রা. গণের নাম সুন্দর নাম রাখতে সকলেই চায়। শিশুর জন্মের সাত দিনের মধ্যেই তার একটি সুন্দর নাম রাখা উচিত। শিশুর নাম রাখার ক্ষেত্রে পিতাই সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত। মহান আল্লাহ তায়ালা তার কালামে পাক কুরআন শরীফে ঘোষণা করেছেন, দুইটি নাম হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যথাঃ
১। আব্দুল্লাহ যার অর্থ আল্লাহর গোলাম
২। আব্দুর রহমান যার অর্থ আল্লাহর গোলাম
এছাড়াও আপনি আরোও ভালো নাম রাখাতে পারেন যেমন নবীয়ে করিম স. এর প্রিয় সাহাবীগণ নাম ও ইসলামের বড় বড় মনীষীদের নাম। কিন্তু আমি আজকে সাহাবি রা. গণের নাম শেয়ার করবো ইনশআল্লাহ। আপনি ইচ্ছা করলে নবীয়ে করিম স. এর সাহাবী রা. গণের নাম ও আপনার প্রিয় সন্তানটির নাম হিসাবে বাছাই করতে পারেন। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী ৩১৩ জন সাহাবী রা. গণের সুন্দর নাম বই ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
বদরের যুদ্ধে অংশগ্রহণকারী ৩১৩ জন সাহাবী রা. গণের নাম ও বদরের যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস
ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ হচ্ছে মুসলামানদের এক ঐতিহাসিক বিজয় সূচিত গুরুত্বপূর্ণ জিহাদ। মহানবী স. এর নব্যুয়াত প্রাপ্তির পর মুসলমাদের প্রথম জিহাদ এটি। দ্বিতীয় হিজরীর ১৭ই রমযানে এই জিহাদটি সংগঠিত হয়েছিল মক্কার কুরাইশ ও মদিনার মুসলমানদের (মুজাহির+আনসার) সাথে। এই যুদ্ধে মুসলিম সেনানায়কবৃন্দ ছিলেন স্বংয় মুহাম্মদ স. আর তার সাথে ছিলেন হযরত হামযা ইবনে আবদুল মুত্তালিব এবং হযরত আলী রা.। প্রতিপক্ষ সেনাপতি ছিল কুরাইশ দলপতি আবু জাহেল ও আবু সুফিয়ান। ঐতিহাসিক এই যুদ্ধে মুসলিমগণ বিজয় লাভ করেন . (আলহামদুলিল্লাহ) তবে মুসলিমদের মধ্যে ১৩জন সাহাবী শাহাদাত বরণ করেন। প্রতিপক্ষ কুরাইশদের মধ্যে ৭০ জন নিহত এবং ৭০ জন মুসলিম বাহিনী কর্তৃক আটক হয়। তবে সবচেয়ে বড় কথা হলো বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন মুসলিম অংশগ্রহণ করেন আর প্রতিপক্ষ কুরাইশদের ছিল ১০০০ সৈনিকের বিশাল বাহিনী। এতদসত্বেও মুসলিম সাহাবী রা. গণ যুদ্ধে বীরত্বের সাথে বিজয় ছিনিয়ে আনেন! যাক অনেক কথা বলে ফেললাম।
আসল কথায় আসি আমার কথা ছিল বদরের যুদ্ধে অংশগ্রহণকরা ৩১৩জন সাহাবী রা. গণের সুন্দর নাম গুলো প্রকাশ করবো। ভাবলাম পিডিএফ আকারে প্রকাশ করলেই মনে হয় সকলের জন্য সুবিধা হবে। তাই সাহাবী রা. গণের নাম গুলো পিডিএফ আকারে প্রকাশ করলাম।
সুন্দর নাম.pdf ফাইলটির সাইজ মাত্র 350কেবি
আপনি ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। বই ডাউনলোডের ক্ষেত্রে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফেজ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২২
বই এর পাগল বলেছেন: কানো ভাইয়া হঠাত আপনার এমন ফাটলো কানো
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৭
নতুন বলেছেন: Abu Hurayrah নামের অথ` কি?
মনে হয় বেড়ালের বাবা ... আপনি আপনার ছেলের নাম বেড়ালের বাবা রাখবেন?
৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬
বই এর পাগল বলেছেন: আপনার সুন্দর নাম টা জানতে পারি কি ? তাহলে অর্থটা দেখতাম
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০২
চাঁদগাজী বলেছেন:
আরবদের নাম রাখলে তো শিশু নিজেই বেহেশতে চলে যাবে, আবার বদরের যুদ্ধের আরবদের? শিশুর জন্মের আগে নাম ঠিক করেন, হাতে তলোয়ার নিয়েই জন্মাবে!