নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ভাবনা

নাগরিক

দোজা

একজন সাধারণ নাগরিক

দোজা › বিস্তারিত পোস্টঃ

উপজেলা নির্বাচন-আওয়ামী লীগ জানে কিভাবে জয়ী হতে হয়

০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫২

৫ ধাপের উপজেলা নির্বাচন শেষ হলো । আওয়ামী লীগ জানে কিভাবে নির্বাচনে জয়ী হতে হয়।

ফলাফলের পরিসংখ্যানে দেখা যায় বিএনপি প্রথম দু পর্বে এগিয়ে থাকলেও পরবর্তী ৩ পর্বে আওয়ামী লীগ থেকে পিছিয়ে যায়। সর্বশেষে উপজেলা ৪৫৯ চেয়ারম্যানের আসনের বিপরীতে আওয়ামী লীগ পেয়েছে ২২১, বিএনপি ১৫৩, জামাত ৩৬, জাপা ৩, অন্যান্য ৪১, স্হগিত ৫ ।



এবার উপজেলা নিবাচনের ব্যবস্হা হয় ৫ দফায়। যা আগে যা কখনও হয়নি। এর আগে বাংলাদেশে সবসময় একই দিনে জাতীয় ও উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়াটি সরকারের নিজের অবস্হা মূল্যায়ন ও পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্হা নিতে সাহায্য করে।



নির্বাচন কমিশনের জনশক্তি নিয়োগেও দলটি মুন্সিয়ানার পরিচয় দেয়। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারবৃন্দ কখনও সরকারের বিরুদ্ধে অবস্হান নেননি। প্রধান নির্বাচন কমিশনারতো ঊপজেলা নির্বাচন চলাকালীন একপর্যায়ে দেশের বাইরে চলে গেলেন। পরবর্তীতে যিনি প্রধান নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত হলেন তিনি দলের স্বার্থ আরও একটু ভালোভাবে দেখার সূযোগ পেলেন। অন্যান্য নির্বাচন কমিশনাররাও সরকারেে স্বার্থটা ভালোই বোঝেন।



নির্বাচনে পুলিশ ও প্রশাসনের রয়েছে গুরুত্বপূর্ণ ভুমিকা । এই উপনির্নিবাচনে নিরাপত্তার প্রয়োজনে পুলিশের সাথে র‌্যাব, বিজিবি, এমনকি সেনাবাহিনীকেও নিযুক্ত করা হয়েছে। পুলিশ ও প্রশাসন জানে সরকারের ইচ্ছাটা কি ।পুলিশ ও প্রশাসন তো আগে থেকে প্রস্তুত সরকারের পক্ষে কাজ করার জন্য।



দলের কর্মীরা প্রথম দু দফা্য় নিজেদের কর্মকৌশল স্হির করতে পারেনি ঠিক, কিন্তু পরবর্তীতে কি করতে হবে তা ঠিক করতে তাদের অসুবিধা হ্য়নি। তাদের কৌশলের উৎকর্ষতা এক পর্যায়ে পুলিশের কাজকেও সহজ করে দেয় যার ফলে সংঘর্ষে মৃতের সংখ্যা কমে আসে।



মেডিয়াগুলো সরকারকে একটু বিবৃত করেছে বৈকি , কিন্তু সরকারের মন্ত্রী-আমলারাও মেডিয়াকে ব্যস্ত রেখেছেন তাদের বক্তৃতা-বিবৃতি প্রচারে।



অনেকে বলতে পারেন এভাবে জয়টা সমীচিন হ্য়নি ।

End justifies the means-এ কথাতো কার্ল মার্কসই বলেছেন, আদর্শবাদীরা একথা ভুলে যান কেন।



অন্যরা বলে- এভাবে জয় ভবিষ্যত বিবেচনায় আওয়ামী লীগের জন্য ভালো ফল বয়ে আনবে না । তাদের বলি-বর্তমানটাই আসল, ভবিয্যৎ তো ভবিষ্যৎ। সেটা ভাববে ভবিষ্যতের নেতৃত্ব।















মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৮:২৬

হাসিব০৭ বলেছেন: শিরোনামটা চেন্জ করলেই ভাল করতেন।

উপজেলা নির্বাচন-আওয়ামী লীগ জানে কিভাবে ভোট চুরি করতে হয়

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭

দোজা বলেছেন: ধন্যবাদ। বিষয়টা পজিটিভ দিক থেকে দেখার চেষ্টা করেছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.