নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

MOHAMMAD RASEL AHAMED

MOHAMMAD RASEL AHAMED › বিস্তারিত পোস্টঃ

ফুটবল

১১ ই জুন, ২০১৪ রাত ১০:৩৩

বিশ্বকাপ ভাবনা ও একটি বাংলাদেশ।।

বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশের উন্মাদনা নতুন কিছু নয়। অন্যান্য দেশের মতই ফুটবল বিশ্বকাপে সারা বাংলাদেশ যেন জেগে উঠেছে। বাংলার পথঘাট আর্জেন্টিনা-ব্রাজিল, মেসি, কাকা, রোনালদোদের নিয়ে আলোচনা, হৈ হুল্লোড় আর বিদেশী পতাকায় ছেয়ে গেছে। নিজ দলের সমর্থনে সরকারী-বেসরকারী প্রাচীরে লিখন, বাড়ির ছাদে সর্বত্রই বিদেশি পতাকায় সয়লাব। অথচ এই বিশ্বকাপ ফুটবলে নেই বাংলাদেশের অংশগ্রহণ এবং অপ্রিয় হলেও সত্য সুদূর ভবিষ্যতেও বাংলাদেশের তেমন কোন সম্ভাবনা নেই। কিন্তু বাংলাদেশ অংশগ্রহণ করা না সত্ত্বেও আমাদের দেশের আপামর জনসাধারণ শতকোটি অর্থের অপচয়ে এদেশ সাজিয়েছে ভিনদেশি পতাকায় আর ফেস্টুনে।

প্রবাসী জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে দুর্ভাগ্যের কথা জানাচ্ছি- আমাদের প্রিয় দলটির ফুটবলাররা তো দুরের কথা-ঐসব দেশের একজন সাধারন শিক্ষিত মানুষও আমাদের বাংলাদেশের নাম কিংবা এই দেশের অবস্থান কোথায় জানেনা!

বিশ্বকাপ জ্বর ক্রমশ ছড়িয়ে পড়ছে ফুটবল ভক্তদের মাঝে৷ চার বছর পরপর এমন উন্মাদনায় আনন্দিত হবারই কথা। বিশ্বকাপের সময় বিভিন্ন দেশের পতাকা উড়ানোর চর্চা বাংলাদেশে নতুন নয়৷ পতাকার আকার নিয়ে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তীব্র প্রতিযোগিতাও দেখা যায়৷ আসছে বিশ্বকাপ, আর তার সাথে শুরু হয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের এক রকমের পতাকাযুদ্ধ। কে কার চাইতে বড় পতাকা ওড়াতে পারবে, তার প্রতিযোগিতা৷ কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের এই পতাকার ভিড়ে আমার এই সোনার বাংলার পতাকাটা কোথায়? খুব কষ্ট, হায় আমার বাংলাদেশ! ভিনদেশী বিশাল বিশাল পতাকার উপড় বাংলাদেশের ছোট্ট একটি পতাকা লাগানো দেখে। রাস্ট্রীয় সনদ অনুযায়ী বিদেশী মিশন এবং আন্ত-রাস্ট্রীয় কিছু বিষয় ছাড়া বিদেশী জাতীয় পতাকা উড়ানো আইনানুগ নয়। কিন্তু কি হচ্ছে আমাদের দেশে! বাংলাদেশের পতাকা আইন অনুসারে বিদেশি পতাকা কেবল তখনি ওড়ানো চলে, যখন বাংলাদেশের পতাকা ওড়ানো হয় এবং সব চাইতে উঁচুতে সগৌরবে৷

দুর্দান্ত প্রতাপের সঙ্গে বাংলার টাইগাররা কাঁপিয়ে তুলছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। কোথায় ছিলো সেই অনুভূতি আমাদের দেশের মানুষের, যেদিন বাংলাদেশ পাকিস্তানকে হারালো? শুধু সেদিন বাদে আর দেখি নাই তেমন উল্লাস। ফুটবলের জন্য ছেয়ে গিয়েছে ভিনদেশি পতাকায় বাংলাদেশ। কিন্তু নিজ দেশের ক্রিকেট দল সদ্য সমাপ্ত এশীয়কাপ ক্রিকেট কিংবা বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করা সত্ত্বেও মাঠ-ঘাট-প্রান্তর কোথাও তো দেখি না বাংলাদেশের পতাকার চিহ্ন। বিশ্বকাপ ফুটবলে শত শত তরুণ বিদেশি জার্সি পরে বুক ফুলিয়ে হাঁটছে কিন্তু আমাদের দেশের ছেলেরা যখন ক্রিকেটে কিছুটা আলোকচ্ছটা দেখায়-তখন নিজ দেশের পতাকাবাহী জার্সি পরে কোনো যুবককে ঘুরতে দেখি না তো।

অন্যন্ত পরিতাপের বিষয় ধানমন্ডি থানা ভবনের ছাদেও বিশাল একটা আর্জেন্টাইন পতাকা উড়ছে। অথচ তার পাশেই ৮/১০ হাত ছোট/নীচু একটা বাঁশের সাথে বাংলাদেশের জাতীয় পতাকা মাথা নত করে আছে! এই কি আমাদের অনুভূতি, এটাই কি আমাদের দেশপ্রেম। দয়া করে নিজের পতাকাকে সম্মান করুন, ভালোবাসুন৷ নিজেকে সন্মান করা হবে, নিজেকে ভালোবাসা হবে৷ আপনি অন্য যে কোন দেশকেই সমর্থন করতে পারেন, তার বিজয়ে আনন্দ উল্লাস করতেই পারেন৷ কিন্তু পতাকা উড়িয়ে জার্সি গায়ে চাপিয়ে দয়া করে আপন দেশের পর হয়ে যাবেন না৷



মোহাম্মাদ রাসেল আহমেদ

প্রবাসী লেখক, ফ্রান্স

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.