![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Je suis Charlie- আমি শার্লি। আমার সহমত আপনাদের সাথে।
আদর্শ, সামাজিক মূল্যবোধ, ব্যক্তি স্বাধীনতার দিক থেকে ফরাসি মূল্যবোধ যে বিশ্ব আসনে অন্যতম তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। ফরাসি সমাজ ব্যবস্থা ব্যক্তি সন্মানকে সর্বোচ্চ প্রাধান্য দেয়। একজন সাধারণ মানুষ থেকে শুরু করে একজন রাষ্ট্র প্রধানের ব্যক্তিজীবন কে একই চোখে দেখা হয়। তারা বিশ্বাস করে প্রত্যেক মানুষেরই একটি ব্যক্তিগত জীবন আছে যা নিয়ে অন্যের হস্তক্ষেপ করা উচিত নয়। প্রকারন্ত্রে সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জার্তিক বিষয়গুলো নিয়ে কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করতেও কার্পন্য করেনা।
সম্প্রতি প্যারিসে charlie hebdo পত্রিকা অফিসে ঘটে যাওয়া হত্যাকান্ড, পরবর্তিতে সুপারশপ Hyper Cacher হত্যাকান্ড মিলিয়ে তিনদিনে মোট ১৭ জন প্রাণ হারান। শ্বাসরুদ্ধকর তৃতীয় দিনের সন্ধায় পুলিশের বিশেষ ফোর্স সন্দেহভাজন তিনজনকে দুই স্থানে হত্যা করে। এই হত্যাকান্ডে সুধু ফরাসি নয় গত বিশ্ববাসী যেন মুখের ভাষা হারিয়ে ফেলেছে।তাই আজ সমস্ত জাতি সন্ত্রাস বাদ নির্মূলের একই ছায়াতলে দন্ডায়মান। মুখে একটি স্লোগান Je suis Charlie. আজ যেন তা প্রতিবাদের ভাষা।
প্যারিসে ঘটে যাওয়া ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রোগের প্রতিকার থেকে যেমন প্রতিরোধ উত্তম। সন্ত্রাসবাদ দমন হয় বরং প্রতিরোধের উপায় খুঁজে বের করতে হবে। সন্ত্রাসবাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণগুলো নির্ণয় করে তা স্বমূলে উত্পাটন করতে হবে।
আমরা স্বাধীন। আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু সেই স্বাধীনতার একটি মাপকাঠি প্রয়োজন। তা না হলে আগামীতেও যে এর পুনরাবৃত্তি হবেনা তা হলফ করে বলা অসম্ভব।
পারষ্পরিক শ্রদ্ধা এবং মূল্যবোধকে সামনে রেখে সামনে এগিয়ে যেতে হবে।
Je suis Charlie .........................
Allez les Bleus !!!
মোহাম্মদ রাসেল আহমেদ
স্ট্রাসবুর্গ, ফ্রান্স।
২| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৫
MOHAMMAD RASEL AHAMED বলেছেন: ধন্যবাদ এ কে এম রেজাউ করিম।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯
ফা হিম বলেছেন: সন্ত্রাসবাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণগুলো নির্ণয় করে তা স্বমূলে উত্পাটন করতে হবে ।
এটাই আসল কথা
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫১
MOHAMMAD RASEL AHAMED বলেছেন: হ্যাঁ সেটাই
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩
যুদ্ধবাজ বলেছেন: দুঃখ একটাই, বাংলার মানুষ এখনও গোঁড়া ধর্মান্ধ রয়ে গেল। নবীজি-কে তার জীবিত অবস্থাতেও তো অনেকেই অনেক ভাবে অপমান করেছে, তার প্রতিক্রিয়া হিসেবে কি নবীজি তাদের হত্যা করেছেন? নিশ্চয়ই না। কোন ভাবেই কোন হত্যাকান্ডকে সমর্থন করা যায় না, সেটা যে কারনেই হোক। আমি মুসলমান এবং আমি শার্লি এবেদোর হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই।
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৯
নাজনীন সুলতানা মৌরী বলেছেন: Je suis Charlie
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
এ কে এম রেজাউল করিম বলেছেন:
প্যারিসে ঘটে যাওয়া ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে । রোগের প্রতিকার থেকে যেমন প্রতিরোধ উত্তম। সন্ত্রাসবাদ দমন হয় বরং প্রতিরোধের উপায় খুঁজে বের করতে হবে । সন্ত্রাসবাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণগুলো নির্ণয় করে তা স্বমূলে উত্পাটন করতে হবে ।
সহমত!!!