![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকটি লাইনে আমার সম্পর্কে কিছু বলা যাবে না তাই সে চেষ্টাও করলাম না।
একজন ছাত্রকে পড়াতাম, গত ৫ মাস পড়িয়েছি, এর মাঝে ২ মাসের ই টাকা বাকী, আজকে কিছুক্ষন
আগে তার আম্মু ফোন দিয়ে বলল, তারা দেশের বাইরে চলে যাচ্ছে তাই আমার আর আসার প্রয়োজন নেই।
বেশ লজ্জার সাথেই বলেছিলাম আন্টি টাকা টা? ২ মাসের টাকা বাকী ছিল।
উনি কোন কথার উত্তর দেন নি, ফোন রেখে দিয়েছেন, কয়েকবার ফোন দিয়ে ও শেষে না পেয়ে আর ফোন
দেই নি, কি দরকার ২ মাসে ৬০০০ টাকার জন্য আমি নিশ্চয়ই মারা যাব না।
অভাব শব্দটা আসলেই আমার দু জন লোকের কথা মনে হয়,
১) দস্তয়ভস্কি
২) হুমায়ূন আহমেদ
মধ্যবিত্ত পরিবারের প্রতিটা মানুষ ই তার জীবনে একটা নির্দিষ্ট সময় নিদারুন অর্থকষ্টে কাটায়, অভাব,
অর্থ কষ্ট সব কিছুর মাধ্যমে প্রকৃতি তার সহ্য ক্ষমতা বিচার করে। আমি নিজেও অসম্ভব অর্থকষ্টে ছিলাম,
মাঝে আবার সচ্ছলতায় ও ছিলাম আবার এর মাঝে পড়েছি।
একটা গল্প দিয়ে শেষ করি,
একজন বিখ্যাত লেখক একবার বক্তৃতা দিয়ে আসছেন, তো পথের মাঝে একজন তরুণের সাথে তার দেখা,
দেখে বোঝাই যায় তরুণ দরিদ্র ঘরের ছেলে, ছেঁড়া ময়লা শার্ট, উস্কো খুসকো চুল,
তো তরুণ এসে লেখককে প্রস্তাব দিলো,
জনাব আপনি কি দয়া করে আমাকে আপনার একদিনের রোজগার ধার দেবেন,
বিনিময়ে আমি আপনাকে একদিন আমার এক বছরের রোজগার দেব,
তো লেখক বালকের কথাকে পাত্তা দিলেন না, বাড়ি ফিরে সাহায্যের নামে এমনি কিছু ডলার দিলেন,
দিয়ে বললেন, না পারলে ফেরত দিতে হবে না,
তরুণ ধন্যবাদ দিয়ে বলল, 'জনাব আপনার এই উপকার আমি কোনদিন ভুলবো না'
তো এভাবে অনেকদিন কেটে যায় লেখক সেই তরুণের কথা ভুলে যায়, হঠাৎ অনেক বছর পর সেই তরুণের
আবির্ভাব, সে তখন যুবক, লেখকের সেই মুহূর্তে অভাব চলছে।
তো তরুণ এসে তাকে কয়েক হাজার ডলার দিয়ে বলল, জনাব, আপনি একদিন আমাকে আপনার একদিনের
রোজগার দিয়ে হেল্প করেছিলেন, আজকে আমার সময় এসেছে এই নিন আমার এক বছরের রোজগার।
লেখকের সেই মুহূর্তে চোখে পানি চলে এল, এবং তিনি অদ্ভুত দৃষ্টিতে যুবক কে দেখতে লাগলেন।
সেই যুবকের নাম ছিল চার্লি চ্যাপলিন।
গল্প টা লেখার কারন হল, কোন মানুষের দিন ই সব সময় এক থাকে না, একারণে, কাউকে কোনদিন ঠকাতে,
ছোট করতে বা অপমান করতে অথবা ফিরিয়ে দিতে নেই। অহংকার এবং অর্থ এ দুটি এমন জিনিস যা এক
সাথে থাকতে পারে না, যার কাছে এ দুই থাকে তার পতন নিশ্চিত।
১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৯
হাছিবুল ইসলাম শান্ত বলেছেন: ঠিক তাই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১:৪৭
শুঁটকি মাছ বলেছেন: ভালো লিখেছেন।
তবে খাটনী করে টাকা না পাওয়ার ব্যাপারটা দুঃখজনক।