নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আামি হাছিব

হাছিবুল ইসলাম শান্ত

কয়েকটি লাইনে আমার সম্পর্কে কিছু বলা যাবে না তাই সে চেষ্টাও করলাম না।

হাছিবুল ইসলাম শান্ত › বিস্তারিত পোস্টঃ

হায়রে পরকীয়া ।।

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১১

আমার এক্স জিএফ আমার ফোন

দিছে । এই বদ

মাইয়া এক জীবনে আমার

সাথে ২ বছর

পীরিত কইরা পরে অন্য

একটা মালদার

পার্টিরে বিয়া করছে বিয়ার

আগে আমারে মিষ্টি কইরা কয়

আমি সরি পারলে আমারে ক্ষমা কইরা দিয়

X(X(X(

আর হেই মাইয়া এহন আমার

লগে নিয়মিত

যোগাযোগ করে ।।

এইডা কিছু হইল

আমি না করতে পারি না।

বর্তমানে আমার

একই শহরে থাকি ।

মাঝে মাঝেই ওর

ফ্ল্যাটে আমার ডাক

পরে আমি যাই ।। ফোন

রিসিভ করতেই…:P:P

.

-- হ্যালো হাসান তুমি কই ?

কি কর ?

__ আমি আমার রুমে ।

লুঙ্গি ডেনচ মারি ।। B-)

-- এক কাজ কর আমার

ফ্ল্যাটে চলে আস ।

__ কেন তুমার স্বামী কই ?

-- আরে ওর কথা আর

বইলনা সপ্তাহে আমারে একদিন

সময় দেয় না ।।

আর এই সবের প্রতি ওর কোন

আগ্রহই নাই

এইটা কে ও

ঝামেলা মনে করে ।।

__ বাচ্চা রা কই ?

-- আরে ওরা স্কুলে গেছে ।

ফ্ল্যাট একদম

খালি সময় নষ্ট কর

না তারা তারি চলে আস।

__ দেখ

তুমি আমারে দিয়া যেই

কাজটা করাইতাছ এইটা ঠিক

না ।

-- আমি জানি ঠিক না তার

পড়েও আমার

কিছু করার নাই । যেহেতু

আমার স্বামী সময়

দিতে পারে না সো তুমি কাজটা করলে এমন

তো কোন

সমস্যা দেখি না ।।

.

__ কেন

কাজটা তো তুমি বাড়ির

দারয়ান

কে দিয়ে করাতে পার

নাকি ?

-- ছিছি হাসান তুমি এত

ছোট মনে কর

আমাকে ছি আমি ভাবতেই

পারি না ।

__

সরি সরি আমি আমি এখনি আসছি ।।

-- আর শোন আসার সময় দোকান

থেকে ১ প্যাকেট

**** নিয়া আইস ।

__ ওকে বায় ।।

ফোন একটু ভাব নিলেও

আসলে আমার ভালই

লাগে ফাও

খাইতে পারলে কার

না ভাল

লাগে ।। তাই

মোটা মুটি সব সময় ওর

ডাকের

অপেক্ষাই থাকি ।

তারা তারি গেলাম ওর

ফ্ল্যাটে ।

গিয়া দেখি পুরা ফাঁকা কেউ

নাই..

.

--ও বলল এই যা করার

তারা তারি করবা একটু

পরে বাচ্চারা চলে আসবে তখন

আর কিছু

করতে পারব না ।

.

__আমি বলি ওকে ।।

.

--এই নাও বাজারের ব্যাগ আর

টাকা, লিস্ট

খুব তারতারি বাজার

নিয়া আসবা বাচ্চা রা আসার

আগেই

রান্না শেষ করতে চাই ।। আর

দোকান থেকে যে ১

প্যাকেট

চিনি আনতে বলছি আনছ দেও

তোমারে এক গ্লাস সরবত

বানিয়া দেই

ঘরে একটু ও চিনি ছিল না ।।

__ হ্যাঁ আছি এই নেও ।।

.

এই হইতাছে আমার এক্স জিএফ

আগে জিএফ

ছিল এখন হইয়া গেছি ভাল

বন্ধু।। ওর

স্বামী ব্যাবসার

কাজে অনেক ব্যাস্ত

থাকে তাই ওর ঘরের

টুকিটাকি কাজ

আমি করে দেই । তার

পরে আবার

মেসে থাকি তাই ভাল মন্দ

রান্না করলে ও

ডেকে নিয়ে খাওয়ায় ।

আবার এই যে বাজার

করতে গেলাম বাজার

শেষে যত

টাকা বাচবে ফিরত

দেওয়া লাগবে না আমার

পকেটে চলে আসবে । আজকে ওর

এইখানে দুপুরে খাব আবার

রাতের খাবার

একটা বাটিতে করে দিয়ে দিবে ।।

কি আর

করমু কন বেকার মানুষ ওর

টাকাই

বর্তমানে আমার আয়ের উৎস ।।

এই ভাবেই দিন

চলাতছে । আবার

বলছে কি জানেন বলছে ভাল

একটা চাকরি পাইলে ওর

ননদের আমার

সাথে বিয়া দিবে । তার

পড়েও কি আর ও

ডাকলে না যাইয়া পারি ।।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৭

ূথ‚ত্য বলেছেন: এটা কি বানোয়াট গল্প নাকি সত্য?"

২| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৫

রেজা এম বলেছেন: যেমনই হোক । মজার গল্প :P :P :P

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪

হাছিবুল ইসলাম শান্ত বলেছেন: ThnX

৩| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২১

মদন বলেছেন: সেইরাম টুইষ্ট :)

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪২

হাছিবুল ইসলাম শান্ত বলেছেন: একটু বেশি মজা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.