![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকটি লাইনে আমার সম্পর্কে কিছু বলা যাবে না তাই সে চেষ্টাও করলাম না।
অনেক দিন ধরে লিখব ভাবতেছি তাই আজ লিখেই ফেললাম।
প্রতিবেশী এক ভাই একটা কাজ দিলেন, তার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির ফর্ম ফিলাম করে তা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসে জমা দিতে বড় ভাই আর না করতে পারলাম না,
সে দিন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির শেষ(জরিমানা ছাড়া) দিন ছিল। সাধারত সময়মত আমরা ঠিক কাজ করতে পারি না, তাই শেষ বেলায় গিয়ে ভর্তির অফিসে পোছালাম।
জন্তা ব্যাংকে টাকা জমা দিয়ে তার রশিদ দিয়ে অনেক কষ্টে ভিড় ঠেলে ভর্তি ফর্ম পেলাম ।
নিয়ম মত সব কিছু পুর্ণ করে ফর্ম জমা দেয়ার জন্য লাইনে দারালাম, অনেক সময় পর লাইনে দরজা্র কাছে আসলাম, দেখে মনে হল আমিই শেষ ব্যাক্তি আমার পরে আর কেও নেই।
সবাই ব্যাস্ত ফর্ম জমা দেয়া ও নেয়ার কাজে, হঠাত একজন আফিসার বলে উঠলে আর নিব না আপ্নারা চলে যান, আমি বললাম আমার পরে আর কেও নেই আপনি আমার টা নিয়ে নেন।
আফিসারের এক কথা সে আর নিবে না, ত নিবে ই না। মন টা খারাপ হইয়া গেল কিছু বুজতেভহি না শীতকাল সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে হবে না হলে কাল আবার আসতে হবে, এই ভাবতে ভাতে কত সময় বসে ছিলাম মনে নাই।
আফিসার তার রুম থেকে বের হয়ে এক জনের সাথে কিছু কথা বললেন, একটু পর আমাকে ডাকলেন হাত দিয়া ইশারা করে আমি ত ভাবলাম সে বলবে আমাকে কেন এখনও বসে আছি।
সে তখন আমাকে বলে চল একটু অই দিকে যাই, আমি বললাম কেন!!! ছোট একটা রুমে গেলাম, বুঝলাম এটা রান্নাঘর তখন আফিসার বলে বাসা কই, বললাম বলে অনেক দূর কাল কষ্টকরে আস্তে হবে ভাড়া লাগবে আরও অনেক কিছু বললেন..................
আফিসারের কথা শুনে আমি একটূ অবাক হলাম এত কিছু আমার জন্য সে কেন ভাবতাছে, কিছু সময় পর বুঝতে পারলাম সে কেন আমার কথা ভাবতাছে ও তার কি চাই। সে বলল কাল আস্তে হবে না আজ ই&হয়ে যাবে আমাকে(আফিসার) ৮০০ টাকা দাও আমি তোমার ইচ্ছার কলেজ অনুসারে ভর্তি নিয়ে নিব। শুনে আমি পুরাত ই অবাক !!!!!
কি বলব খুঝে পাইতেছি না, ভাল খারাপ দু’টাই লাগতেছে। বললাম আমার কাছে এত টাকা নাই কিছু কম টাকা
রাখেন .........
আফিসার তখন বলে কি করা উপাকার চাইতেছ আর না করতে পারলাম না, ঠিক আছে আস।
তারপর গেলাম টাকা দিলাম সুন্দর আমার যা যা বললাম বাধ্যছেলের মত তাই করে দিল।
কিন্তু বেপার গুলা কিছু বুঝলাম না।ভাল করলাম না খারাপ করলাম,
কাজটা করে শেষ করে আস্তে পারলাম এতাই সব চেয়ে বড় কথা ।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
হাছিবুল ইসলাম শান্ত বলেছেন: টাকা যখন ডিতে হল! তাহলে তা ঘুষই বলব ।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩
কালীদাস বলেছেন: ভালই তো; আপনার কষ্ট, সময়, টাকা সবই বাঁচিয়ে দিল
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
হাছিবুল ইসলাম শান্ত বলেছেন: হুম!
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩
আজমান আন্দালিব বলেছেন: ভর্তিতেও ঘুষ! উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে!?