![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমাও তুমি ঘুমাও তুমি
পুঁটি মাছ কাঁটার কোন ভিডিও কি আছে ?
পুঁটি মাছ কিনছি , এখন কুটার জন্য খেতে পারছি না।
কেউ আছেন ? হেল্প
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১
টুং টাং বলেছেন: পুঁটি মাছ ভাজা খাইতে মুন চায়?
আহারে, চশমার পাওয়ার আরও বারাইয়া বইয়া থাকেন, দেখেন কেউ মাছ কাঁটার ভিডিও আপলোড করে নি?
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০
মুক্তকণ্ঠ বলেছেন:
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩
ডরোথী সুমী বলেছেন: আমাদের ঠিকানায় পাঠিয়ে দিন। পুঁটি মাছ খাওয়ার ভিডিও পাঠিয়ে দেব।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
টুং টাং বলেছেন: তাহলে ভিডিও দরকার কেন?
আপনার বাসায় পুঁটি মাছ নিয়ে বেড়াতে যাই।
আপনি রান্না করলেন, আমি খেয়ে চলে আসলাম।
খাওয়ার জন্যই তো এত কিছু।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯
টেকনিসিয়ান বলেছেন: প্রতিটি পুটির পেটে সজোরে চাপ দিন ফুলকার সহিত ময়লা বের হয়ে যাবে....
তারপর আপনার বড় বড় নখ দিয়ে পিটের এপাশ ওপাশ কয়েক বার লেজ থেকে মাথা পর্যন্ত আচড়
দিয়ে আমিশ তুলে দিন.....
হলুদ লবন পানিতে ধুয়ে নিন, শুকনা করে আবার মরিচ, মশলা, লবন দিয়ে ফুটন্ত টববগে তৈলে ছেড়ে দিন বাউন কালার হয়ে গেলে প্লেটে তুলে প্ররথমে (আমার মতো) নিজের পেটে চালান করে দিন
ওহ্ হ্যা একটি কথা লিখতে ভুইল্ল্যা গেছিগ্যা ইহার কার্যপদ্ধতি করার আগে আপনার মোবাইল ভিডি্ওটা চালাইয়া দিন রেকর্ড কইরা ওইয়্যু টিউবে আপলোড দিয়ে বেবাক জাতিরে উপহার দিন।
ধন্যবাদ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
টুং টাং বলেছেন: মাছ কাঁটার টেকনিসিয়ান বস, আপনাকে অনেক ধন্যবাদ। তবে এই বর্ণনা টা আরও জমত যদি মিউজিক ভিডিও দেখাতে পারতেন।
যাক তারপরেও আপনার ধারা বর্ণনা শুনে মনে হয় ট্রাই মারতে পারি।
কয়েকটা প্রশ্নঃ
১। ময়লা বের হবে কোন দিক দিয়ে?
২। পেট বরাবর যদি কাটি কোন সমস্যা?
৩ । বড় নখ না থাকলে কি করব?
৪। আগে কি আমিশ ফালাব? নাকি পেটের থেকে ময়লা বার করব?
৫। লেজের থেকে কোন অংশ কি ফালাইতে হবে?
ইউ টুবে কোন লিঙ্ক থাকলে দেন। কারণ খুছছি অনেক পেলাম না।
আর আমি মাছ কুটার ভিডিও আপলোড করব। :!>
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২
সোহানী বলেছেন: ইহার কার্যপদ্ধতি করার আগে আপনার মোবাইল ভিডি্ওটা চালাইয়া দিন রেকর্ড কইরা ওইয়্যু টিউবে আপলোড দিয়ে বেবাক জাতিরে উপহার দিন.......
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২
টুং টাং বলেছেন:
মেঘে ভেসে ভেসে
না হেঁসে,
শিখুন এসে
নয়ত পস্তাবেন শেষে ।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১২
বেকার সব ০০৭ বলেছেন: ১. প্রথমে পুটি মাছ গুলোকে ছায় দিয়ে ঘেটে নিন (যদি বাসা্ই ছায় থাকে)
২. তার পর দা বা ছুরি দিয়ে মাছের আশঁ গুলো ফেলে নিন
৩.কাটার ছবি নিচে দিয়ে দিলাম
এবার মাছ গুলো ধুয়ে নিন
৪. সব গুলো মাছ হলুদ, লবন দিয়ে ঘেটে নিন
৫. এবার ভাজি করে নিন
তার পরে ও যদি না পারেন তাহলে , আপনার বাসার ঠিকানা দেন পুটি মাছ ভাজি করে নিয়ে আসি
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২
টুং টাং বলেছেন: ধন্যবাদ।
ভাজা খাইতে মুন চায়।
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৯
সুমন কর বলেছেন:
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৯
অদ্বিতীয়া আমি বলেছেন: পুঁটি মাছ গুলোর কি হল তারপর ?
রান্না করতে পেরেছেন ?
৯| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৯
টুং টাং বলেছেন: খাওয়া শেষ
১০| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ২:৫৯
রাসেলহাসান বলেছেন:
১১| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৩
ঢাকাবাসী বলেছেন:
১৩| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৩:১৩
টুং টাং বলেছেন: ধন্যবাদ ভাই। গানটা অনেক ভাল লাগার গান।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭
মুদ্দাকির বলেছেন: