![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা খুনের জন্য বাংলাদেশে কতোদিন জেল খাটতে হয়?
আগে যদি না জেনে থাকেন, তাহলে এবারে জানবেন। শুরুতেই অংকের হিসাব, কাগজে কলমে -
নরপশু রাজাকার কাদের মোল্লা "মাত্র" ৩৪৪ জনকে খুন করেছিলো। বাংলাদেশে যাবজ্জ্বীবন কারাদণ্ড মানে সম্ভবত ২০ বছর, তাও যদি পুরাটা খাটতে হয়। বাড়িয়ে না হয় ২৫ বছরই ধরলাম। এই ২৫ বছরকে ৩৪৪ দিয়ে ভাগ করলে কত হয়??? মাত্র সাড়ে ২৬ দিন!
ঐযে বললাম, ওটা কাগজের হিসাব। বাস্তবতা হলো, যাবজ্জ্বীবন = until next government comes, মানে ধরেন ১ বছর, বা রাজাকার কুত্তা মোল্লার কপাল খারাপ হলে ১+৫=৬ বছর মাত্র।
তাহলে একজন শহীদের জীবনের বিনিময়ে জামাতের নেতা রাজাকার কুত্তা কাদের মোল্লাকে কয় মিনিট জেল খাটতে হবে? সেই অংক মেলাতে আর পারলাম না ...
হতাশ, হতভম্ব, এবং স্তম্ভিত ...
---Ragib Hasan
বাবার সাথে বসে টিভি দেখতে দেখতে বাবাকে বললাম, ''আগামীকাল শাহবাগে যাবই যাব। আজ পারিনি কাল যাব''
বাবা বলল, ''কাল তো হরতাল, আর এতো দূরের পথ কিভাবে যাবি?''
বললাম, ''চিন্তা করোনা, আমি যখন পণ করেছি যাব, যেকোনো মূল্যে যাওয়ার চেষ্টা করবো''
বাবা মানা করেনি, শুধু বলল, ''সাবধানে যাবি, আমাদের কিন্তু তুই ছাড়া আর কেউ নাই''
আমি কিছু বলিনি মুখে। বাবা কষ্ট পেতে পারে আমার কথা শুনে এই ভেবে। তাই মনে মনে বললাম, ''এই দেশটার ও কেউ নাই আমাদের মতো তরুণ প্রজন্ম ছাড়া।''
(শশি হিমু )
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭
নাইট রিডার বলেছেন: আসলেই যারা এখন দেশের কর্ণধার তারা দেশ নিয়ে চিন্তিত না, তারা দেশের মানুষের চাওয়া-পাওয়ার কথা ভাবে না। তারা ভাবে কি করে ক্ষমতায় থাকা যায় বা যাওয়া যায়।
তাই তো এগিয়ে আসতে হবে আমাদের নতুন প্রজন্মকে , যারা কিনা নিজের আগে দেশ কে নিয়ে ভাবে।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
ঘুড্ডির পাইলট বলেছেন: 'এই দেশটার ও কেউ নাই আমাদের মতো তরুণ প্রজন্ম ছাড়া
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৬
নাইট রিডার বলেছেন: সহমত
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৪
তারছেড়া লিমন বলেছেন: ''এই দেশটার ও কেউ নাই আমাদের মতো তরুণ প্রজন্ম ছাড়া।''
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২০
নাইট রিডার বলেছেন: সহমত
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
স্বাধীনচেতা মানবী বলেছেন: আসলেই এই পরিস্থিতি গুলো খুব কষ্ট দেয় । স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
নাইট রিডার বলেছেন: কঠিন, কিন্তু অসম্ভব নয়, নতুন প্রজন্ম শাহবাগে সেটা করে দেখাচ্ছে
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭
খেক খেক বলেছেন: ''এই দেশটার ও কেউ নাই আমাদের মতো তরুণ প্রজন্ম ছাড়া।''