নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

শা,বি,প্র,বি-এর ভাস্কর্য নিয়ে পক্ষ-বিপক্ষ দলের সমাধানের উদ্যোগ, উন্মুক্ত আলোচনা শুরু

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

ক্যাম্পাসে ভাস্কর্য নিয়ে পক্ষ-বিপক্ষ দু'দলই মুখোমুখি অবস্থানে ছিলো। অথচ এ নিয়ে কেউই কোন সমাধানে এগিয়ে আসছিলো না। মাঝখান থেকে কিছু চিহ্নিত গালিবাজ শিক্ষকদের গালি দিয়ে পুরো ব্যাপারটিকে 'পয়েন্ট অব নো রিটার্ন'-এ নিয়ে যাচ্ছিলো। ঠিক এই সময়ে শাবি'র এক সাবেক ছাত্র দু'পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসার একটি উদ্যোগ নিয়েছেন।



ফেসবুকে নিজের ওয়ালে এই উন্মুক্ত আলোচনায় দুপক্ষই অংশ গ্রহণ করছেন। সাবেক-বর্তমান শিক্ষার্থীদের অনেকেই আছেন এই আলোচনায়। আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে-



১. শুধু স্থাপত্য তৈরীই স্বাধীনতাকে সম্মান জানানোর সবচেয়ে উত্তম পন্থা? কিভাবে? না হয়ে থাকলে, কেন স্থাপত্যকে বেছে নেওয়া হলো সাস্টে?



২. সাস্টের প্রস্তাবিত স্কাল্পচারটি মূর্তি নাকি ভাস্কর্য ? মূর্তি হলে এইটি ইসলামী আইনের সাথে কতটুকু সাংঘর্যিক?



৩. গালিবাজদের শাস্তি কি হতে পারে? ভবিষ্যতে যাতে কেউ গালি দিতে না পারে, সেজন্যে কি করা যেতে পারে?



সাবেক এই ছাত্র তার পোস্টে আরো লিখেছেন-



==========================================

''আমরা একটি আলোচনা ও সমাধান চাই। সুষ্ঠু সমাধান। যেহেতু, SUSTIAN PLATFORM-এর এডমিনরা আমার লেখা ডিলেট করে দিচ্ছেন, সেহেতু আমার নিচের পোস্টে সবাই ডিসকাশনে অংশ গ্রহণ করছেন। হিটু ভাই, নাহিদ ভাই, সুদান ভাই, ,রফিকুল হক শাকিল, হিফজুর রহমান-সহ সাস্টের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একটিভ অনেকেই আছেন এইখানে। আমাদের এই ডায়ালগ বা আলোচনায় অংশ গ্রহণের নিয়ম হচ্ছে-



১. একটি ডিসকাশন শেষ হওয়ার আগে অন্যটি শুরু করা যাবে না।

২. কেউ কাউকে কোন প্রশ্ন করলে সেইটার উত্তর দুপক্ষকেই দেওয়ার সুযোগ দিতে হবে আগে। তারপর অন্য কেউ আসবেন নতুন আলোচনায়।

৩. মডরেটর হিসেবে আমি আলোচনা পরিচালনা করছি নিউট্রালি।



আলোচনায় অংশ নিতে আপনারা সবাই আমন্ত্রিত আমার এই পোস্টে-

সাস্ট-এ মুক্তিযুদ্ধের SCULPTURE নিয়ে কিছু যৌক্তিক প্রশ্ন

==========================================



আশা করি এই আলোচনা থেকে একটি সমাধান বেরিয়ে আসবে যা সাস্টের জন্যে মঙ্গলজনক হবে।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

উদাসীফাহিম বলেছেন: ami bujina...sob shomoy amadfer vashkorjoi keno banate hobe? uni ke shundor korar jonno to aro koto kisui kora jaay...........jeta te soytani jorito setai korte hoben keno

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.