![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ইচ্ছে করছে, দু'টো লাইন লিখি সাভার ট্রাজেডি নিয়ে। গতকাল থেকে কয়েকবার ফেবুতে ঢুকেছি এ নিয়ে লিখবো বলে। কিন্তু, কেন যেন পারিনি। ফেলফেল করে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে ছাড়া তেমন আর কিছুই করা হয়ে উঠেনি গতকাল থেকে। কি লিখবো? শাসকগোষ্ঠীর সমালোচনা, এডমিনিস্ট্রেশনের ব্যর্থতা, দেশের কিছু মানুষের অপদার্থতা, নিজের তথা সাধারণ জনগণের অক্ষমতা আর এসবের জন্যে কি কি করা দরকার ইত্যাদি ইত্যাদি...এই তো?
কি হবে লিখে?...কয়েক দিন পর আরেকটি দূর্ঘটনা ঘটবে। আবারো হাজারো মানব সন্তান মারা পড়বে। দেশের মানুষ , মিডিয়া তা নিয়ে ব্যতি-ব্যস্ত হয়ে পড়বে। প্রতিবাদে রাস্তায় নেমে আসবে আম-জনতা। মিছিল-মিটিং আর পোস্টারে সয়লাব হয়ে যাবে রাজপথ আর দেয়ালগুলো। সেমিনারগুলো্তে আহা-উহু বলে চোখের পানি ফেলা হবে। হয়তো মঞ্চে এনে হাজির করা হবে দূর্ঘটনার হাত-পা কাটা পড়া কোন শ্রমিক বা তার পরিবারকে। তাদের মর্মান্তুদ কাহিনীগুলো শুনে উপস্থিত জনতার চোখের পানিতে ভেসে যাবে অডিটোরিয়াম।
তারপর? স্মৃতির অন্তরালে হারিয়ে যাবে সাভার। ঠিক যেমনটা আমরা একে একে ভুলে গেছি (নাকি ভুলিয়ে দেওয়া হয়েছে?) কয়েক বছর আগের লঞ্চডুবিতে মারা যাওয়া কয়েক'শ আদম সন্তানের কথা, বি,ডি,আর বিদ্রোহে মারা পড়া সৈনিকদের কাহিনী। কিংবা, সাগর-রুনী আর গত কয়েক বছরে গুম-খুন হওয়া শত মানুষের সেইসব মর্মস্পর্শী ঘটনাগুলো।
আমি জানি, তা-ই হবে আবারো। দেশে একের পর এক ক্রাইসিস তৈরী করা হবে। মানুষের আবেগকে ভিন্ন খাতে চালিয়ে, মিডিয়ার চোখকে অন্য দিকে ঘুরিয়ে দিয়ে ধামা-চাপা দেওয়া হবে 'তলাহীন ঝুড়ি' হয়ে উঠার নেপথ্যের গল্প-কাহিনীগুলো।
আল্লাহ আমাদের সহায় হোন। এছাড়া আমার আর কিছুই বলার নেই।
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭
নবীউল করিম বলেছেন: একদম আমার মনের কথাটা বলেছেন......... কিছু দিন শুধুই উহঃ আহঃ......... অমুক খারাপ, তমুক চোঁর, বিচার চাই, বিচার চাই......... দুঃখিত এখন তো আবার ফাঁসি চাই............ তার পর ছয় মাস যেতে না যেতে আর একটা .........
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৬
সবুজ-ভাই বলেছেন: Click This Link