নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

মামদো ভূতের মিষ্টি কাব্য

৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

আমি হলাম লন্ডইন্যা ঝগড়ু মামদো ভূত,

প্যাচালীদের ঘাড়ে হই সওয়ার, পেলে কোন জুত।

কিন্তু একবার ভীষম ব্যাপার, হলো এলাহী কান্ড,

আমার ঘাড়েই সওয়ার হলো ভুতনী হাতে ভান্ড!

আমি বলি ওরে বাবা, একি মহা প্যাচ,

শুনে ভূতনী কাদেঁ শুধু, ফ্যাচ ফ্যাচার ফ্যাচ!

সাথে আমিও জলে ভাসি, মুঠোয় ধরে কেশ,

ক্ষণিকের এ ছোট্ট জীবন, এই বুঝি হলো শেষ!



ডান-বাম-উর্ধ্ব-অধঃ সব ভাবনাই ছিলো মনে,

নরকরক্ষিও দিয়েছিলেন ইশারা, আগুনটা করে গণগণে।

কি যে করি, কোথায় মরি, পাইনি কোন কুল,

জীবন মানেই হেয়ালী সব, হচ্ছে বুঝি কোন ভুল।

'জাগো বাহে, কুন্ঠে সবাই', ডাক এলো একদিন,

তেড়ে-ফুরে উঠলাম জেগে, হাতে নিয়ে নাগ-বীণ।

মান-অভিমান সবই দিলাম, শেষে নদীর জলে ছেড়ে,

উপরে আল্লাহ নিচে আমি, কে নেবে তাকে কেড়ে?



[সংবিধিবদ্ধ সতর্কিকরণ: ইহা শুধুই বিবাহিত ব্যাচেলরদের জন্যে আমার অতি নগণ্য এক পরিবেশনা…বলাই বাহুল্য, এ নিয়া অবিবাহিতদের মনে কোনরুপ অনভিপ্রেত কাতুকুতু'র সৃষ্টি হইলে কবি থাকিবেন নীরব…তাই, সাধু সাবধান।]













মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.