নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

ক্রুসেডারদের ভুমিতে আজান দেওয়ার অনুমতি পেলো একটি মসজিদ

১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

মুয়াজ্জিনের সুললিত কন্ঠের সুমধুর আজানের ধ্বনি শুনতে প্রবাসী অনেকেরই মনটা হাহাকার করে উঠে। কিন্তু, করলে কি হবে, অমুসলিম ভূমিতে সরকারগুলো যে তার অনুমতি দেয়নি এতো দিন! তাই, সে আশায় গুড়ে বালি।



তবে, এর পরিবর্তন শুরু হলো বলে। অতি সম্প্রতি, সুইডেনের একটি মসজিদ জুম্মার নামাজের সময় আজানের অনুমতি পেয়েছে। মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি যখন স্টোকহোমের আকাশে-বাতাসে ছড়িয়ে পড়তে লাগলো, তখন উপস্থিত অনেক মুসলিমই কান্নায় ভেঙ্গে পড়েন। যে ভুমিগুলো থেকে এক সময় মুসলিমদের বিরুদ্ধে একের পর এক ক্রুসেড চালিত হয়েছিলো, সেইখানেই কিনা আজ ইসলামের আহবান প্রকাশ্যে আকাশে-বাতাসে ছড়িয়ে পড়ছে! তাই, আনন্দাশ্রু তো চোখের কোল বেয়ে গড়িয়ে পড়বেই!



ধন্যবাদ সুইডিশ সরকারকে তাদের এহেন একটি পদক্ষেপের জন্যে। আবিসিনিয়ার নাজ্জাশী কিংবা রোমান সম্রাট হেরাক্লিয়াস যেমন ইসলামের পতাকাতলে না এসেও তাকে সম্মান জানিয়েছিলেন, সুইডিশ সরকার তারই ধারাবাহিকতার একটি উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন। সেজন্যে আমরা মুসলিমরা তাকে কেন সাধুবাদ জানাবো না? হয়তো এর পথ ধরে এমন একদিন আসবে যখন ইউরোপের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌছে যাবে, মুয়াজ্জিনের সমধুর ধ্বনি হরহামেশাই আলোড়িত করবে ঐ ভুমিগুলোর আপামর মানুষগুলোকে।



সেই নিয়্যতে প্রত্যেকটি মুসলিম দেশের পক্ষ থেকে স্থানীয় সুইডিশ এম্বেসীগুলোতে জন-সাধারণের স্বাক্ষরযুক্ত একটি 'ধন্যবাদ পত্র' পাঠানোর ব্যবস্থা কি করা যায় না?



তথ্যসূত্র: the news tribe

ইউটিউব:

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:১২

শ।মসীর বলেছেন: সুবহানাল্লা......

১০ ই জুন, ২০১৩ রাত ৮:২৫

বিদেশী বাঙালী বলেছেন: সুবহানাল্লাহ

২| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:৩৩

আমি তুমি আমরা বলেছেন: জেনে ভাল লাগল :)

১০ ই জুন, ২০১৩ রাত ৯:৩৫

বিদেশী বাঙালী বলেছেন: আলহামদুলিল্লাহ

৩| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:৩৩

রেজওয়ান করিম বলেছেন: সুবহানাল্লাহ

১০ ই জুন, ২০১৩ রাত ৯:৩৫

বিদেশী বাঙালী বলেছেন: আলহামদুলিল্লাহ

৪| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:৫৫

মোঃ আসিফ সরওয়ার (বাবু) বলেছেন: ভাল খবর|
আলহামদুল্লিলা

১০ ই জুন, ২০১৩ রাত ৯:৩৫

বিদেশী বাঙালী বলেছেন: আলহামদুলিল্লাহ

৫| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:২০

এস বাসার বলেছেন: ভাল খবর।

১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

বিদেশী বাঙালী বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.