নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

নব দিবসের গান

১৩ ই জুন, ২০১৩ রাত ৯:৪০

বেরিয়েছি পথে দু'চক্ষু মেলিয়া,

মনের বদ্ধ দ্বারটি একটু ঠেলিয়া,

শতাব্দি'র ধুলোয় তা হয়েছে আধাঁরী,

কে যাবে সাথে হয়ে মোর কান্ডারী?



দেখিবো সে কালো, শুষিয়া বায়ু,

জীবন সাগরে আছে যতদিন আয়ু।

ছুটিবো পানে সেই তেপান্তরের মাঠ,

যেথায় রয়েছে, জীর্ণ ঐ কপাট।



দ্বিগ্বীজয়ীরা হেথায় নয় আজ বীর,

লুটিছে ধুলায় তারা নত করে শির,

হস্তে ধরা তাদের, বাঈজীর কোমর,

হয়নি আইউবী, হয়নিকো তারা উমর।



তুফান বইবে আজ তাই রণ গানে,

সবুজের জড়া যেথা আধাঁর বয়ে আনে,

কে আছো সখা হও, তড়া করে তৈয়ার,

হায়দারী রবে বলিতে আল্লাহু আকবার।















মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৯

বিদেশী বাঙালী বলেছেন: লেখাটি মনে হয় খুব একটা জমেনি মনে হচ্ছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.