![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ যেন বাংলাদেশে আছি। উহ, কি প্রচন্ড গরম! গত কয়েক দিনে তাপমাত্রা ৩২ ডিগ্রী পর্যন্ত উঠেছে এখানে! ফলে, মানুষজন কাপড়-চোপড় খুলে রাস্তায়।
রোজা-রমজানের দিনে এ কি বিপত্তি! রাস্তায় বেরুলে চোখ মাটির দিকে সেঁটে রাখতে হয়। আশে-পাশে তাকালেই রোজা মাকরুহ হয়ে যাওয়ার সমুহ সম্ভাবনা। এ দেশের মেয়ে-ছেলেদের এমনিতেই গরম লাগে বেশি। হু হু শীতেও এইখানকার মেয়েরা হাফ প্যান্ট পড়ে ঘুরে বেড়ায়। আর, এই গরমে কি অবস্থা তাদের একবার চিন্তা করে দেখুন। তাই, রাস্তায় বেরুলে 'ইয়া মাবুদ, ইয়া মাবুদ' বলা ছাড়া গতি নাই।
আমি এখনো বিয়ে করিনি। তাই, এহেন পরিবেশে নিজের জৈবিক প্রবৃ্ত্তিকে বশবর্তী করে রাখতে অনেক কলা-কৌশলের আশ্রয় নিতে হয়। সব সময়ই যে পারি, তা বুকে হাত দিয়ে বলতে পারবো না। তবে, চেষ্টার ত্রুটি করি না। কিন্তু, তবুও ভুলে উপর মিসটেইক হয়ে যায় মাঝে মাঝে। সেই কারণেই, এর থেকে বাঁচার উপায় নিয়েই আকাশ-পাতাল চিন্তা করছিলাম গত গতকাল রাতে। চিন্তার রাজ্যে হারিয়ে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। আর, সেই ঘুমের মাঝেই আমার এই মহাবিপত্তির সমাধান নিজের মানসপটে ভেসে উঠলো। 'ইউরেকা', 'ইউরেকা' বলে চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠলাম। একটু ধাতস্থ হয়ে তাকিয়ে দেখি, আমার পাশের রুমের বাংলাদেশী ভাইটি ভীত চোখে আমার রুমে উঁকি-ঝুকি মারছেন।
এই বাংলাদেশী ভাইটি সম্পর্কে একটু বলে নেওয়া প্রয়োজন আগে। সুপুরুষ এই তরুণ ভাইটি বয়সে নবীণ, দেখতেও বেশ। সিনেমার নায়কদের মত গড়ন। তাই, হর-হামেশাই রাস্তা-ঘাটে এখানকার মেয়েদের চোখে পড়ে যান। কিন্তু, তিনি সেই দিকে পাত্তা দেননা কখনও। ইসলামী ঘড়ানার মানুষ কিনা! কিন্তু, এই ভাইটিই রাতে এক্কেবারে কাবু হয়ে যান ভয়ে। উনি বুঝি জ্বীন দেখতে পান। 'উনা'-রা আমাদের এই বাঙালী বাবুকে প্রায়ই এসে 'হাই' 'হ্যালো' করে যান। আমাদের বাসাতেও বুঝি মাঝে মাঝে 'উনা'-দের আনা-গোনা হয়। আমি এ নিয়ে হাসি-ঠাট্টা করে মাঝে মাঝে ভয় দেখানোরও চেষ্টা করি। এ নিয়ে অনেক মজার কাহিনী রয়েছে। সুযোগ হলে আরেকদিন বলবোক্ষণ।
যাহোক, ভাইটি বুঝতে চেষ্টা করছিলেন কি হয়েছে। আমি তার দিকে উৎফুল্ল স্বরে তাকিয়ে বললাম- ''পেয়ে গেছি। উপায় পেয়ে গেছি। এইটা প্রয়োগ করতে পারলে হয়তো আগের মতো রাস্তায় বেরুলে রোজা মাকরুহ হওয়ার আর থাকবে না।''
আমি কি বলছি বুঝতে না পেরে উনি আমার দিকে চোখ গোল গোল করে তাকিয়ে থাকলেন। উনার জরোসরো মুখ দেখে মনে হলো, আমার কাধেঁ 'উনা'-রা আবার চেপে বসেছেন কিনা তা নিয়ে ভাবনা-চিন্তা'র তুমুল ঝড় শুরু হয়ে গিয়েছে ইতিমাঝে।
আমি আর রহস্য বাড়ালাম না। বললাম- ''বাংলাদেশের তালপাতার হাতপাখার কথা মনে আছে? ঐ যে গরম কালে বাস-ট্রেন স্টেশনে বিক্রি করতে দেখা যায় হকারদের, সে-ই হাতপাখার কথা বলছি। বাংলাদেশ থেকে ইমপোর্ট করে এখানে আনতে পারলে মন্দ হয়না। বিদেশী মেয়েগুলোর হাতে হাতে ধরিয়ে দেওয়া যেতো তাহলে। এই গরমে বেচারীরা হাত-পাখার বাতাসে একটু শান্তি পেতো। সাথে সাথে আমরাও চোখের 'অপব্যবহার' হতে রক্ষা পেতাম। মাঝে টু-পাইস ইনকাম। খারাপ না আইডিয়াটা। কি বলেন?''
বুঝতে পেরে উনিও বেশ উৎফুল্ল হয়ে উঠলেন। যাক বাবা, এটা আবার কোন ভূত-ঘটিত কোন ব্যাপার নয়।
ঘাড় নেড়ে বললেন- ''আইডিয়টা বেশ তো। তাহলে, শুরু করছেন কবে?''
আমি মাথা চুলকে বললাম- ''দেখি, কবে শুরু করা যায়। বাংলাদেশে একবার খোঁজ নিতে হবে।''
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮
বিদেশী বাঙালী বলেছেন:
২| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার!!!
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০১
বিদেশী বাঙালী বলেছেন: ধন্যবাদ। :#>
৩| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০২
বটের ফল বলেছেন:
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০২
বিদেশী বাঙালী বলেছেন: ঠিক বুঝি নাই। :!>
৪| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৪
আঁধার রাত বলেছেন: দু একটা ছবি সাথে দিতেন। রোজাটা একটু ভারী ভারী লাগছিল। একটু হালকা করে নিতাম
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৫
বিদেশী বাঙালী বলেছেন: ছবি! ভাই রোজা আছেন তো!
৫| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ! গুড! এভাবেই ব্যবসা শুরু করতে হয়!!!! শুভ কামনা রইল।!!!
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৬
বিদেশী বাঙালী বলেছেন: ধন্যবাদ।
৬| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
দ্য েস্লভ বলেছেন: অর্ডারটা আমাকে দেন, এই সুযোগে ব্যবসাটা গুছিয়ে নেই তবে তালগাছের যে আকাল,তালপাতার পাখা বেশ ধকল দিবে। বাতাস হলেই হল, তাল পাতারই হতে হবে,তার কি মানে ?
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮
বিদেশী বাঙালী বলেছেন: তা অবশ্য ঠিক। পাখা তো পাখা-ই।
এক কাজ করুন, কত প্রাইসে (জে,এম,জি-তে করে পার্সেলের দামসহ) দিতে পারবেন তা একটু জানাতে পারলে ডিসিশন নিতাম আপনাকে টেন্ডারটা দেওয়া যআয় কি না।
৭| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: হাহাহাহা ভালা আইডিয়া
২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
বিদেশী বাঙালী বলেছেন: আইডিয়াটা পেটেন্ট করতে ভুলে গেছি! ওহো!
৮| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ব্যবসাটা মনে ধরেছে।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৮
খেয়া ঘাট বলেছেন: হোহোহোহোহোহো।