নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানের মালালা'র উপর তালেবানী আক্রমন কি সাজানো ঘটনা?

১০ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৯

গত কয়েক মাস ধরেই পাকিস্তানের মালালাকে নিয়ে একটি প্রশ্ন মনে গুড়গুড় করে বদহজমের উদ্রেক ঘটাচ্ছে। আচ্ছা, মেয়েটার উপর যদি হামলা না হতো, তাহলে মুসলিম মেয়েদের শিক্ষা নিয়ে কি এতো তোলপার শুরু হতো চারদিকে? হয়তো হতো, কিন্তু তাতে কয়েক যুগ লেগে যেতো সেইটি নির্ঘাত হলফ করে বলা যায়।



কিন্তু, যে সময়ে সোয়াত ও আফগানিস্তানে বহুজাতিক বাহিনীকে হরহামেশা ত্যক্ত-বিরক্ত হয়ে সময় কাটাতে হচ্ছে, যে সময়ে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সম্পর্ক খুব-একটা ভালো যাচ্ছে না, ঠিক সেই সময়েই কিনা এই ধরণের একটি হামলা হলো যাতে করে পুরো বিশ্বের দৃষ্টি সেই দিকে ঘুরে গেলো! !!



এটা ভাবতেই কেমন যেন গা-গুলিয়ে উঠে মাথা বনবন করে ঘুরতে শুরু করে, কিঞ্চিৎ বমি-বমি ভাবের উদ্রেক হয়ে টক কোন খাবার খাওয়ার ইচ্ছে মনে উদিত হয় তখন। অন্য কিছু ভাববেন না যেন। আমি আবার জাতে ছেলে। তাই, ভাবিত হওয়ার কিছু নেই।



আসল প্রশ্নে ফিরে আসি। সমস্যাটা তাহলে কোথায়? কেন এমন একটি ধুম্রজালের সৃষ্টি করা হলো পশ্চিমা সংবাদ মাধ্যমকে কাজে লাগিয়ে? কারা করলো? বেয়াকুব তালেবান আর আল-কায়েদাগুলো আফগানিস্তানে হানাদার হানাদারদের সাথে গুতোগুতি বাদ দিয়ে, হঠাৎ একটি পিচ্চি মেয়ে'র পিছনে কেন লাগতে গেলো?



যে বেয়াকুব জঙ্গীরা দুই দশক আগে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীকে ঠেকিয়ে দিলো, আর এখন 'ইউ টু', ড্রোন, ক্যামিকেল ও ল্যাজার অস্ত্রে সজ্জিত বর্তমান পৃথিবী'র সেরা সমরবীদ তথা পশ্চিমা বাহিনীর মাথার ঘাম পায়ে ঝড়িয়ে সারছে, সেই তারাই অমন বুদ্ধিমানের মত কাজটি করতে গেলো কেন হঠাৎ?



এখানে মনে রাখা জরুরী যে, ইসলাম মেয়েদের শিক্ষাকে কখনই অস্বীকার করেনি। যারা নারী শিক্ষা নিয়ে ইসলামকে অহেতুক কটাক্ষ করে আঙ্গুলি প্রদর্শন করেন, তাদের জিজ্ঞাসা করি, আপনারা কি ইসলামের চার ইমামের সর্বোগ্র ইমাম আবু হানিফার নামটির দিকে একবার খেয়াল করে দেখেছেন কি? আবু হানিফা'র বাংলা অর্থ দাঁড়ায় 'হানিফার বাবা'। বিবি হানিফা ছিলেন ইমাম আবু হানিফার মেয়ে। আমাদের হানাফি মাজহাবের প্রবক্তা ইমাম আবু হানিফা নিজের নামটি কেন মেয়ের নামের সাথে জুড়তে গেলেন? আরব চল অনুযায়ী বাবা/ছেলেদের নামের সাথে মিলিয়ে তাঁর ডাক নামটি কি হতে পারতো না?



খুব হতে পারতো। যদি না বিবি হানিফার জ্ঞানের দূতিতে মুগ্ধ-পিতা নিজের ডাক নামের সাথে মেয়ের নামটি জুড়ে না দিতেন, তাহলে আজ হয়তো 'হানাফি মাজহাব' কোন নারীর নামে পরিচিত না হয়ে কোন ছেলে'র নামে পরিচিত হতো। তারই পথ ধরে আর রাসূল (সাঃ)-এর বিবি ও মেয়েদের পদাঙ্ক অনুসরণ করে ইসলাম যুগে যুগে তাপসী রাবেয়া'র মতো অনেক বড় বড় বিদূষী নারীর জন্ম দিয়েছে।



আর আজ?, মুসলিম দেশগুলোর মহান শাসকদের 'অশেষ কল্যাণে', একসময়ের জ্ঞানের দ্যুতি ফোটানো মুসলিম নারীরা আজ বিশ্বের সবচেয়ে পিছিয়ে পরা মানবপ্রজাতির অংশ। আমাদের মুসলিম নারীদের তাই আজ জাতি'র ভবিষ্যত কর্ণধার তথা নিজেদের সন্তানদের সঠিক শিক্ষায় হাতেখড়ি দেওয়ার মহান দায়িত্ব পাশে সরিয়ে রেখে, সময় কাটাতে 'কিউ কাসুটি জিন্দেগী'-র মতো পরিবারে অশান্তির শিক্ষা দেওয়া সিরিয়ালগুলোর দিকে ঝুকে পড়তে হয়।



জ্ঞানী হওয়া আর বর্তমানের গতানুগাতিক শিক্ষা ব্যবস্থায় সা্র্টিফিকেটধারী হওয়া সমান ব্যাপার কি না, সেইটা অনেক বড় তর্ক সাপেক্ষ ব্যাপার বৈকি। এ নিয়ে নতুন করে ঝামেলার সৃষ্টি করা আমার এই লেখাটির উদ্দেশ্য নয়।



বরং, আসল কথাটি হচ্ছে, যে আল-কায়েদা ও তালেবানরা ইসলামী শাসন প্রতিষ্ঠার কথা বলেন, তাদের তো মুসলিম নারীদের এই ইতিহাসগুলো না জানার কথা নয়! তাহলে সমস্যাটা কোথায়?



তাই, প্রশ্নটি আবারো এসেই যাচ্ছে। তবে কি ঐ জঙ্গীরাই ইচ্ছে করে মালালার উপর আক্রমন করে মেয়েদের শিক্ষার গুরুত্ব নিয়ে ভাবিত হবার সুযোগ করে দিয়ে, সারা বিশ্বের চোখকে অন্য দিকে ঘুরিয়ে দিচ্ছে না তো? একটু খেয়াল করে দেখুন, মালালার উপর আক্রমনের সাথে সাথেই কিন্তু একদল মানুষ অনবরতঃ ইসলামের ইতিহাসের সেইসব বিদূষী নারীদের উদাহরণগুলো সামনে টেনে আনছে। বারবার বলছে, ইসলাম নারী শিক্ষার বিরোধী নয়। এতে করে সারা বিশ্বের মানুষ ইসলামের ভুলে যাওয়া সেইসব ইতিহাসগুলো জেনে ইসলামের প্রতি আগ্রহান্বিত হয়ে উঠছে।



নাহ! এই ব্যাটা জঙ্গীগুলো বহুৎ বড় পলিটিশিয়ান! কোথায় তারা গুলাগুলি করে সময় কাটাবে, বোমাবাজি করবে, সেখানে কিনা এমন একটি কান্ড ঘটিয়ে নারী শিক্ষা'র গুরুত্বকে এভাবে সামনে নিয়ে এলো! আমাদের মেয়েরা ইয়াবা সম্রাজ্ঞী হয়ে বাবা-মাকে খুন করুক কি পড়া-লেখা বাদ দিয়ে র‌্যাম্প মডেল হোক, তাতে ওদের এতো ভাবিত হবার তো কিছু দেখি না!





মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:৪৮

পরোবাশি২০১৩ বলেছেন: It is possible. I think some people are making too much "noise" about her. She is all over US tv these days.

২| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ইসলাম মেয়েদের শিক্ষাকে কখনই অস্বীকার করেনি

কিন্তু মোল্লারা সব দেশেই মেয়েদের শিক্ষা নিরুৎসাহিত করেছে। এদেশে তেতুল বাবারা করেছে।
পাকি-আফগান .. তালেবানরা করেছে।
মেয়েদের পড়ালেখা নিষিদ্ধ করেছে। মেয়েদের স্কুল ধ্বংশ করেছে ঘোষনা দিয়ে।
একই অবস্থা ইয়ামেন, সুদান, নাইজেরিয়া।
নাইজেরিয়াতে ভয়াবব ভাবে স্কুলে স্কুলে হামলা চলছে।

৩| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লিখেছেন

৪| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩

এস বাসার বলেছেন: মালালা হলো আমেরিকান বাই প্রডাক্ট। যেভাবে খুশি সেভাবেই তাকে ব্যবহার করা হচ্ছে।

৫| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০২

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: মালালা সি আই এর এজেন্ট, এটা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারন পাওয়া যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.