![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'ত্যাগের মহিমায় আসুক বয়ে,
অন্য রকম এক ঈদ।
মানব জনম হোক সার্থক,
দুস্থজনে হয়ে সুহৃদ।
ইবরাহিম নবী শিখালেন মোদের,
করিবে কিভাবে ত্যাগ।
সমুখে যেন হই আগুয়ান,
বুকে নিয়ে সে আবেগ।
বলছি তাই, আসুন সবাই,
বুকে-বুক মিলি ফের আবার।
দুনিয়া যেন হয় আখেরাতের পথ,
রব তুলে আল্লাহু আকবার।
১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৫
বিদেশী বাঙালী বলেছেন: ঈদ মুবারাক, ভাই। ভালো থাকুন।
আপনার পরিবারকেও অনেক শুভেচ্ছা।
২| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৬
বোকামন বলেছেন:
আল্লাহু আকবার
ঈদ মুবারাক :-)
আস সালামু আলাইকুম
১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪
বিদেশী বাঙালী বলেছেন: ওয়া আলাইকুম আস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
ঈদ মুবারাক, ভাইটি। ভালো থাকুন।
৩| ২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতা
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩০
বিদেশী বাঙালী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
ভাল লাগলো।
আপনার পুরো পরিবারকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মুবারাক।