নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

'আমিই বিদেশী বাঙালী'

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:২৬



অদ্ভূত...এক অতি অদ্ভূত ধরণের এলার্জিতে ভুগছি আমি। কেন জানি অন্যায় দেখলেই গা জ্বলা শুরু হয় আমার, দূর্নীতি-দূঃশাসন-দূর্ব্যবহার-হিংসা-হানাহানি তা যে কোন প্রকারেরই অন্যায় হোক না কেন। যখনই এগুলোর কোন একটা চোখে পড়ে, মাথার মাঝে দপ করে জ্বলে উঠে এক লেলিহান আগুনের শিখা, হাত নিশপিশ করতে থাকে ওগুলোর পেছনে কলকাঠি নাড়নেওয়ালা, কিলবিলে সমাজবিরোধী খলনায়কগুলোর টুটি চেপে ধরতে। অশুভ সেই প্রেতাত্মাগুলোকে মাটিতে পেড়ে ফেলে গলায় পাড়া দিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে, ''রে হতভাগার দল! আর কবে তোরা মানুষ হবি!''



কিন্তু পারি না। কিচ্ছু করতে পারি না। আমি তো মানুষ! নিজের নিদারুণ এ ব্যর্থতা ভেঙে-চুড়ে খানখান করে দিতে চায় নিজের আপন ভূবনকে। মহাজাগতিক এক বিতৃষ্ঞায় ভরে যাওয়া মন নিয়ে থু থু দিতে ইচ্ছে হয় নির্লজ্জ সেই নিজেকে যে কিনা শত অন্যায় দেখেও মুখ ফিরিয়ে রাখে।



তাও যে পারি না! বুকের মাঝের এক অব্যক্ত যন্ত্রনা আপন এ সত্বাকে দুমড়ে-মুচড়ে খানখান করে দেয় তখন। জীবনের সকল কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিয়ে চারদেয়ালের মাঝের বন্দিত্ব জীবনে ফিরে যাই কিছু সময়ের জন্যে। লেখালেখির পরাবাস্তব জগতে হারিয়ে গিয়ে ভুলে যাই জীবনের সকল দুঃখ-কষ্ট-বঞ্চনা। মনের মাঝে ধিকি-ধিকি জ্বলতে থাকা আগুনের মাঝে বুকের হাহাকার বিসর্জন দিয়ে নিজেকে উজার করে দেই লেখনির শক্তিমান মায়াজালে। বাস্তবের অশুভ শক্তিগুলোকে সেই পরাবাস্তব জগতে বধ করে অবশেষে ফিরে পাই নিজের নিঃশেষিত আত্মবিশ্বাস।



আর এভাবেই মসি-র জগতে আবির্ভার এই ব্লগারের। ছ্দ্মনামের আড়ালে সমাজকে কুড়ে কুড়ে খেয়ে ফেলতে থাকা কিলবিলে ঐ পশুগুলোর শ্যেন দৃষ্টিকে 'ডজ' দিয়ে তাদের মুখের উপর বিদ্রোহের মুষ্ঠি পাকাতেই তার এ জগতে যাত্রা শুরু।





মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০০

মৃদুল শ্রাবন বলেছেন: ছ্দ্মনামের আড়ালে সমাজকে কুড়ে কুড়ে খেয়ে ফেলতে থাকা কিলবিলে ঐ পশুগুলোর শ্যেন দৃষ্টিকে 'ডজ' দিয়ে তাদের মুখের উপর বিদ্রোহের মুষ্ঠি পাকাতেই তার এ জগতে যাত্রা শুরু

যাত্রা শুভ হোক।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: সত্যিই তাই, মনে হয় ধবংস যজ্ঞ চালাই! কিন্তু দিন শেষে এই আমিই হই ধবংস, যে নিজের অক্ষমতায় নিজেকেই ধিক্কার দিতে থাকে কেবল।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.