নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

'বাংলাদেশে সাম্প্রদায়িকতা': [নমুনা- ১: আল্লাহর ওলীদের প্রতি বিদ্বেষ]

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৯

''আগের কালে ওলীরা বাঘ/সিংহের পিঠে ঘুরে বেড়াতেন অমুসলিমদের ভয় দেখিয়ে মুসলমান করার জন্যে।''

বিদেশ থেকে ফিরেছি মাত্র কয়েকদিন আগে। কোন এক কারণে সুফিদের স্বর্ণ যুগের একজন দরবেশের কথাই নিজেকে নিজেই বলছিলাম। খারাপ কাজ থেকে দূরে থাকতে নিজের সাথে নিজে গল্প করাটা রপ্ত করছিলাম বেশ কয়েকদিন ধরেই। বেশির ভাগ সময়ই সেই গল্পের মূল বিষয়বস্তু থাকে তাসাউফ তথা মারেফতের পথ অবলম্বনকারীদের বিশেষ ঘটনাগুলো।

তেমনই এক দিনে, এইতো আজকে সকালেই, আপনমনে কথা বলছিলাম আর মনে করছিলাম কিভাবেই না তিনি বাঘের পিঠে ঘুরে বেড়াতেন।

বুঝতে পারিনি আড়ি পেতে কেউ তা শুনে ফেলেছে। লোকটা এভাবে কথাটা বলতেই উঁকি দিলাম তার মনে। কেন যেন কথাটায় বিদ্বেষের কালো রেখার আঁকিবুকই বেশি দেখতে পেলাম।

আনমনে নিজেকেই প্রশ্ন করলাম, কেন! কেন তার মনে এমন ধারণার উদয় হলো? কোথা হতে তার এ শিক্ষা? কোথায়ই বা তার জন্ম?

শ্লেষের কাষ্ঠ হাসি ঠোঁটে'র ধনুকে পড়িয়ে হদয়ের তূণ থেকে বেছে নিলাম প্রশ্নের তীরটি-

''ভেবে-চিন্তে বলুন কেন আপনার প্রশ্নটি ইসলাম বিদ্বেষী মন্তব্য বলে গণ্য হবে না?''

বলতি বান্ধ হো গিয়া উসকো। আমার প্রশ্নটি শুনে বেচারা'র ভ্যাবাচেকা খেয়ে যাওয়া চেহারা দেখে শুনে শুধু একটি কথাই মনে আসলো-
''মুখ বন্ধ, সিনা তার ডাউন,
লেফট টাউন, লিভিং দ্যা ক্লাউন।''


তীরটি কোথায় বিধেছিলো খালি চোখে দেখতে পারলাম না। কিন্তু, স্পষ্ট বুঝতে পারলাম, সে ধরা পড়ে গেছে। এই লোকটাই তো, এ-ই তো সেই মানুষ যে বিভেদের কালো দেয়াল তুলে দেশকে আবারো বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে।

চলে আসলাম। চলে আসতেই হলো কোন এক স্বর্ণযুগের অপেক্ষায় যেদিন তাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে।

এখন শুধু অপেক্ষা। পথটা বড়ো দীর্ঘ....বন্ধুর।

তবুও....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২০

বিবেকিন্দ্রীয়লোচন বলেছেন: আকুল আবেদন এই যে বাঘের পিঠে কিভাবে ঘুরে বেড়িয়েছেন তা জানার আগে সম্মানিত শ্রোতামন্ডলীর উদ্দেশ্যে আপনি দয়া করে কি জানাবেন এই 'ব্যাঘ্র-আরোহণ' জ্ঞান আপনার কোন বই পড়ে কিংবা কিতাব পড়ে হয়েছে???

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১১

নতুন বলেছেন: আগের কালে ওলীরা বাঘ/সিংহের পিঠে ঘুরে বেড়াতেন

বাঘ/সিংহের পিঠে ঘুরে বেড়াতো এমন কোন প্রমান আছে?

নিচের মানুষটিও তাহলে ওলী পযায়ে চলে গেছে... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.