নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

'সময়' নিয়ে করা শাইখ সিরাজের প্রশ্নে ভুল কোথায়?

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

''বলো দেখি, প্রশ্ন সব সময় একই. কিন্তু উত্তরটি ভিন্ন্ প্রত্যেক-বারই। কি সেই প্রশ্ন?''



'Channel I Ultimate Man' প্রোগ্রামের যাজকের চেয়ারে বসা শাইখ সিরাজ তাঁর চিরাচরিত মুচকি হাসিটি ধরে রেখেই প্রশ্নটি ছুড়ে দিলেন মঞ্চে দাঁড়ানো ছেলেটি'র দিকে।



প্রশ্নের উত্তরের খোঁজে সবার মত আমারও মাথায়ও ঝড় শুরু হয়ে গেলো। উত্তরট বের করতে পালাম না শত ভেবেও। তাই, শাইখ সিরাজের মুখ থেকেই শুনতে হলো উত্তরটি-

''এখন কয়টা বাজে?''



হুমম। কিভাবে!!! একটু অবাক হলাম।



এখন যদি সন্ধ্যা ৭-টা বাজে, কালকেও যদি একই সময়ে একই প্রশ্ন জিগ্যাসা করা হয়, তাহলে উত্তরটি একই হবে না?!!



যদি এমন ধরি যে, আজ মঙ্গলবার কেউ এই প্রশ্নটি করায়, উত্তর এলো সন্ধ্যা ৭-টা। আগামীকাল যদি একই প্রশ্ন করা হয় একই সময়ে.....উত্তরটি একই হবে না? সেই সন্ধ্যা ৭-টাই তো!



তাহলে, উত্তরটি ভিন্ন হলো কোথায়?



আজ মঙ্গলবার, আগামীকাল বুধবার। তাই, দিন ও সময় ভিন্ন হওয়াই তো স্বাভাবিক। কিন্তু, আগামী সপ্তাহ বা মাসের কোন এক মঙ্গলবারের একই সময়ে কেউ যদি আবারো জিগ্যাস করেন-

''আচ্ছা ভাইজান, এখন কয়টা বাজে?''



আমার উত্তরটি কি সেই ৭-টাই হবে না?



তাহলে উত্তরটি ভিন্ন ভিন্ন হলো কিভাবে? শাইখ সিরাজ কোন ভুল করলেন কি?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: না ভুল করেননি।

আপনি একই সময়ে প্রশ্নকে থামিয়ে বরং গোলকধাধায় আছেন বলে মনে হচ্ছে! নয় কি?

বারের গোল থেকে বেরিয়ে এবার ঘন্টায় প্রবেশ করুন।

সারাদিনে যখনই সময় জানা প্রয়োজন হয়- প্রশ্ন একটাই থাকে- ভাই কয়টা বাজে...
উত্তরটা ভিন্নই হয়।

৭টায় জানতে চাইলে ৮ টায়, সাড়ে নয়টা.. পৌনে এগারটায়..

যখনই জানতে চাইবের প্রশ্নটা একই- কিন্তু উত্তর তা নয়। ক্লিয়ার আশা করি।

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

বিদেশী বাঙালী বলেছেন: জ্বী কথাটা ঠিক না।

সময় সময়ে-র মাঝে পার্থক্য খূজে বেড়ায়। আবার ঐ পার্থক্যটাই সময়কে সময়ের মাঝে মিলিয়ে দেয়।

আর এই মিলিয়ে যাওয়া আর পার্থক্যের বেড়াজালে সময় কখন যে সময়কেই গোলকধাঁধায় হারিয়ে ফেলে, তা বুঝে উঠার আগেই পার্থক্য ঐ গোলকধাঁধাতেই তার মিল খুঁজে পায়।

২| ১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

তারিখও তো সময়েরই বৃহৎ একক। তারিখের ক্ষেত্রে কিন্তু একদম ঠিক! প্রতিদিনই তারিখ বদলায়...

(জানি না এখানেও ভুল থাকতে পারে।

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

বিদেশী বাঙালী বলেছেন: আমার লেখার মাঝেই কিন্তু উত্তর লুকিয়ে আছে।

আমার মনে হয়, উনি আসলে সময়ের মূল্যকেই বুঝিয়েছেন। উনার সাথে দেখা হলে একবার জিজ্ঞাসা করতে পারতাম।

৩| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২১

ক্ষতিগ্রস্থ বলেছেন: যে কোন প্রশ্নই স্থান, কাল পাত্র ভেদে ভিন্ন হতে পারে. 'আপনি কী খাবেন ?' প্রশ্নের উত্তর একই ব্যক্তির ক্ষেত্রেও নাস্তা খাব, চা খাব, মাছের মাথা খাব ইত্যাদি কত কিছুই হতে পারে.

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৮

বিদেশী বাঙালী বলেছেন: আপনার সাথে আমি ঠিক একমত হতে পারলাম না।

চা-তো চা-ই, মাছ তো মাছই। আর, সময়? সেইটা সময় ছাড়া আর কি?

৪| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০০

মতিউর রহমান মিঠু বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাইয়ের সাথে একমত। বিকেল ৪টায় কেউ প্রশ্ন করলো এখন কটা বাজে, উওর ৪টা,, আবার ১ ঘন্টা পর কেউ প্রশ্ন করলে নিশ্চই আপনি বলবেন না ৪টা বাজে! বলবেন ৫টা বাজে, উত্তরতো ভিন্নই হলো নাকি ভাইজান?

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০০

বিদেশী বাঙালী বলেছেন: উত্তর ভিন্ন নাহলে এতো বড় লেখা লিখলাম কেন!?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.