নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

হাবিব, ফুয়াদ, হৃদয়-রা কেন কখনই বিয়ের গানের রিমিক্স করবেন না?!

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

প্রশ্নটা হঠাৎ করেই মনে আসলো। কেন করবেন তারা? এতে তো ব্যবসায়িক লাভ তো খুব একটা হবে না। মিউজিক কোম্পানীগুলোও এই প্রজেক্টে খুব একটা গা করবেন না। ধুম-ধারাক্কা গানগুলোর মাঝে পুরোনো সেই বিয়ের গানের কি আর চাহিদা আছে? কাওয়ালী আর হিন্দি গানের যুগে বাংলা বিয়ের গানগুলো কিভাবে করে শ্রোতারা খেতে পারে! এ এক মহা আশ্চর্যজনক ব্যাপারই বটে।



আর আর্টিস্ট? কোথায় পাবেন তারা বিয়ের গান গাওয়ার আর্টিস্ট? মিলা, কনা কিংবা তিশমা-রা কখনই এরকম সেকেলে গান গাইতে রাজি হবেন না।



তাহলে? ছোট ভাই-এর হাতে মেহেদই'র অনুষ্ঠানের জন্যে বাংলাদেশী আর্টিস্টদের গাওয়া বিয়ের গান খুঁজতে গিয়ে যে নাস্তানাবুদ অবস্থা হয়েছে কাল, তা থেকেই আজ এই লেখাটার চিন্তাটা বেরিয়ে আসা।



এখনো বসে চিন্তা করছি, কিভাবে করে হৃদ, ফুয়াদ আর হাবিব-দের এব্যাপারে গররারজি থেকে রাজি'র দিকে ধাবিত করে একটি প্রোজেক্ট হাতে নেওয়া যায়।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: সত্যি, একটা প্রজেক্ট হাতে নেওয়া যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.