![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরুন, বাংলাদেশ সিদ্ধান্ত নিলো আগামী ৩০ বছর কোন গ্যাস রপ্তানী করবে না, শুধু মাত্র দেশে'র উন্নয়নের কাজেই তা ব্যয় করবে। বাংলাদেশ থেকে গ্যাস রপ্তানীকারী উন্নত দেশগুলো তখন কি করবে?
অথবা মনে করুন, বাংলাদেশ আজ সিদ্ধান্ত নিলো যে চট্টগ্রাম গভীর সমুদ্রবন্দরে কোন বিদেশী সামরিক জাহাজ ভিড়তে দিবে না, তখন কি হতে পারে?
তখন কি বিদেশী শক্তিগুলোর ইন্ধনে এদেশী দোসরদের সহায়তায় বাংলাদেশে এমন কোন ক্ষেত্র তৈরী হয়ে যাবে না যাতে করে বহুজাতিক বাহিনী দেশে ঢুকে যেতে পারে?
প্রতিটি দেশই তার নিজস্ব স্বার্থ দেখে থাকে। সবচেয়ে বড় উদাহরণ হতে পারে যে, সৌদি আরবের একটি কোম্পানী যখন আমেরিকার একটি সমুদ্র বন্দরে বিনিয়োগ করতে চেয়েছিলো, তখন আমেরিকার রাজনৈতিক অঙ্গন থেকে সেই বিনিয়োগে বাধা সৃষ্টি করা হয়েছিলো। বাংলাদেশের রহিমাফরোজ যখন ভারতের বাজারে প্রসার লাভ করছিলো, তখনই এন্টি-ডাম্পিং আইনের বেড়াজালে ফেলে সেই ব্যবসায়িক অগ্রযাত্রা বন্ধ করা দেওয়া হয়েছিলো।
অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ-ই বলে থাকেন যে, আরব আর আফ্রিকান দেশগুলোতে পশ্চিমা দেশগুলোর সেনা অভিযানের পিছনে মূল কারণগুলো'র একটি হচ্ছে দেশের ইকোনোমিক স্বা্র্থরক্ষা।
আর এসব যুদ্ধগুলোর কাহিনীগুলোকে উপজীব্য করে পশ্চিমা দেশগুলো শুধু নয়, ভারত-পাকিস্তানের মত দেশগুলোও দেশের তরুণ প্রজন্মের মোরালকে শক্ত করতে মুভি তৈরী করেছে।
বাংলাদেশের ৪০ বছরে, এমন কোন কারণ কি কখনও ঘটেনি যাতে করে আমাদের জাতীয় অর্থনৈতিক অগ্রযাত্রা মন্থর হয়ে গিয়েছে বিদেশী কোন শক্তিগুলোর হস্তক্ষেপে?
সেরকম কাহিনীগুলো কেন আমাদের মিডিয়াগুলোতে উঠে আসে না?
©somewhere in net ltd.