![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হালুম! হালুম! হাউ , মাউ , ঘাউ, মুসলমানের রক্ত খাউ! কিভাবেই না বাংলাদেশ-সহ বিশ্বের তাবৎ বড় বড় সংবাদ মাধ্যম প্রকাশ করে দিলো ইসলামী জঙ্গীদের দৌরাত্য। বোমা মেরে তারা উড়িয়ে দিয়েছে আল্লাহর ঘর মসজিদ। মেরে ফেলেছে ২০০জন মুসল্লীকে।
বোমা মেরেছে তো বেশ করেছে। কিন্তু কথা হচ্ছে, মেরেছেই যখন, তখন, মা্ত্র ঐ একটা মসজিদেই মারলো কেন? বাকিগুলোতে মারা'র মত বুকের পাঠা কি তাদের ছিলো না? তাহলে তো আরো অনেকে মুসলমানের জান কবচ করা যেতো। আর, শুধু মসজিদেই মারলো কেন, মাদ্রাসাগুলো'র কি হবে? সেগুলোর উপরেও কয়েকটা হয়ে যাক না! নাকি নাইজেরিয়াতে মাদ্রাসা নাই।
তারচেয়েও বড় কথা, যারা মেরেছে বলে কথা উঠেছে, তারা কি চায়? বোকো হারাম তো ইসলামের কথা বলে। তাহলে, ওদেরকেই প্রশ্ন করা হোক না কেন, কোরআন ও সুন্নাহর কোন জায়গায় লেখা আছে যে, ইসলাম কায়েমের জন্যে মসজিদে বোমা হামলা করা যাবে।
আমি এখনো তা কোথাও পাইনি। তাহলে, বোকো হারাম পেলো কোথায়!?
২| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৪
হাসান কালবৈশাখী বলেছেন:
অবাক হওয়ার কিছু নেই।
আইএস, তালেবান, বোকো হারামজাদারা এজাবৎ যত হামলা করেছে প্রায় সবই স্বজাতী মোসলমানদের ও মুসলিম স্থাপনার উপর।
পাকিস্তানে তো প্রতি শুক্রবারে মসজিদে হামলা হয়, এরপর হয় পালটা হুমকি দিয়ে প্রতিপক্ষের মসজিদে হামলা,
এদের হাতে জানাজা ঈদের জামাতও রেহাই পায় নাই।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৫
নীল আকাশ ২০১৪ বলেছেন: আপনি বিশ্বাস করুন বা নাই করুন, এমন লোকও পাবেন - যিনি এরপরেও বলবেন, ইস! মুসলমানরা কি খারাপ। মুসলমানদের মধ্যেই পাবেন । হিন্দি সিনেমা আর সিরিয়াল দেখতে দেখতে এদের স্বাভাবিক বুদ্ধি বিবেচনা লোপ পেয়ে গেছে