নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

মুঠোফোন হাতে এক রিক্সাওয়ালা

০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৫

ধানক্ষেতের মাঝে দাঁড়িয়ে এক কৃষক। হাতের মুঠোফোনটি কানে ধরিয়েই বলে উঠলেন তিনি ''হ্যালো''। তুমুল জনপ্রিয়তা পাওয়া গ্রামীনফোনের সেই এডটি দেখে হাসিতে ফেটে পড়েছিলেন দেশবাসী। সবার মতো আমারও অবাস্তবিক লেগেছিলো তা। প্রায় দশ বছর আগে। আর, আজ মুঠোফোন সবার হাতে হাতে।







চৈত্রের তপ্তবায়ুতে বটের নিচে মুঠোফোন হাতে এক রিক্সাওয়ালা। বোধহয় লাঞ্চ-ব্রেক। এরই ফাঁকে ছোট ভাই ফোটোগ্রাফার মোহাম্মদ নূর তাজুল ইসলামেরর ক্যামরায় বন্দি হলেন তিনি। মোহাম্মদপুরের একটি বিদ্যালয়ের সামনে দেখা এই দৃশ্যটি দেখে ছোটভাইকে বললাম ছবিটা তুলে দিতে। সে-ও চটজলদি তুলে ফেললো ছবিটি।



বিঃ দ্রঃ ছবিটির স্বত্ব সংরক্ষিত



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩০

মো: আবু তাহের বলেছেন: একসময় হাতঘড়ির অবস্থাও এমন ছিল।

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৫২

বিদেশী বাঙালী বলেছেন: ইন্টারনেট ব্যবহারও সেই দিকেই এগুচ্ছে বলে মনে হচ্ছে।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্যাপারটা তো ভালোই মনে হচ্ছে। টেকনোলজির সুবিধা পাচ্ছে সবাই।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৭

সুমন কর বলেছেন: দেশ এগিয়ে যাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.