নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

কেউ তাকে চাকরী দিতে চায়নি, অথচ আজ তিনি...

০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৩

যে মানুষটি চাকরীর জন্যে এক সময় দ্বারে দ্বারে ঘুরেছেন, আজ তিনিই চীনের সবচেয়ে ধনী মানুষ। তার কোম্পানী 'আলীবাবা' প্রতিদিন ১০০ মিলিয়ন গ্রাহকের দৃষ্টি-আকর্ষণ করছে, যার মূল্য আজ ২০.৪ বিলিয়ন ডলার।



জ্যাক মা



চাকরী'র জন্যে জ্যাক মা অনেক জায়গায়-ই চেষ্টা করেছেন। কেউ তাকে নেয়নি। ফাস্ট ফুড বিক্রেতা KFC-তেও তার জায়গা মিলেনি।



''এমনকি আমি যখন চাকরী'র খোঁজে KFC-তে গেলাম, ২৪ জন প্রার্থী'র মাঝে ২৩ জন-কে তারা নিয়ে নিলো, আমি শুধু বাদ পড়লাম।''







Bloomberg-এর সাথে সম্প্রতি এক সাক্ষাতকারে চীনের সবচেয়ে দামী এই মানুষটি নিজের জীবন সংগ্রামের কাহিনী জানাতে গিয়ে বলেন, তিন তিন বার চেষ্টা করেও তিনি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। এরপর, বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন বাদ দিয়ে চাকরী খুঁজতে মাঠে নামেন তিনি। সেখানেও বিপত্তি। শুণ্য হাতে ফিরতে হয় তাকে তিরিশটি ভিন্ন ভিন্ন কোম্পানীতে চাকরী'র জন্যে চেষ্টা করার পর।



আলিবাবা গ্রুপের হ্যাডকোয়ার্টার



১৯৯৮ সালে মা যখন 'আলিবাবা' প্রতিষ্ঠা করেন, তখন তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথম তিন বছর এই প্রতিষ্ঠান-টি লাভের মুখ দেখতে ব্যর্থ হয়। সেসময়ে ব্যাংকগুলো সাহায্য করা তো দূরে থাক, তার কোন কথাই তারা শুনেনি।



সেজন্যে মা Alipay নামক একটি অনলাইন pay program শুরু করেন। এর সাহায্য নিয়ে বিদেশী ক্রেতা-বিক্রেতারা বিভিন্ন দেশের মুদ্রায় টাকা পরিশোধ করতে পারেন।



''সে সময়ে Alipay সম্পর্কে বিভিন্ন মানুষের সাথে আলাপ করি,'' স্মৃতি রমন্থন করতে গিয়ে মা বলেন, ''তারা আমাকে বলেছিলো এরচেয়ে বেশী বোকামী আইডিয়া আমার কাছ থেকে তারা আর শোনেনি।''



বললে কি হবে, এসব কোন কথাই মা-কে আটকে রাখতে পারেনী। আজ Alipay-র গ্রাহকসেবী ৮০ কোটি মানুষ।



ছায়াবলম্বনে: Life Travel Enjoy

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৮

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০২

বিদেশী বাঙালী বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.